Wednesday, April 4, 2012

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫ জঙ্গি নিহত



প্রতিদিন ২৪ ডেস্ক


পাকিস্তানে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ ৩৫ জঙ্গি নিহত হয়েছে। শুক্রবার দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওরাকজাই পাহাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় একটি টেলিভিশন সংবাদ চ্যানেলে এক উচ্চপদস্থ পাকিস্তানি কর্মকর্তা জানান, ওরাকজাই শহরের বালারাস ও খাদিজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এক অভিযান পরিচালনার সময় জঙ্গিদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ঘটনায় ৩৫ জঙ্গি নিহত হয়েছে বলে স্বীকার করেন তিনি। এছাড়া অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত ও চার জন আহত হয়েছে বলেও জানান তিনি।
বর্তমানে নিরাপত্তা বাহিনীর সদস্যরা বালারাস এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে টেলিভিশন চ্যানেলটিতে জানানো হয়।

No comments:

Post a Comment