প্রতিদিন ২৪ ডেস্ক
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানীকে
নিয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে নতুন করে সংলাপে বসার লক্ষ্যে ইরানের একটি
প্রতিনিধিদল তুরস্কের ইস্তাম্বুল পৌঁছেছে। ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা
পরিষদের সচিব সাঈদ জালিলি চার সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। আগামীকাল
৫+১ গ্রুপ হিসেবে
পরিচিত রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও জার্মানীর সঙ্গে ইরানের বহুল
আলোচিত সংলাপ শুরু হবে। এতে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিসহ একগুচ্ছ বিষয়
নিয়ে আলোচনা হবে। এদিকে ইস্তাম্বুল আলোচনায় ইতিবাচক ফল বেরিয়ে আসবে বলে রাশিয়া আশা প্রকাশ করেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ শুক্রবার বলেছেন, ১৪ এপ্রিল অনুষ্ঠেয় সংলাপে ইরান সম্পূর্ণ নতুনভাবে নিজেকে উপস্থাপন করার প্রতিশ্রুতি দেয়ার ফলে তিনি এ আলোচনার ব্যাপারে ভীষণভাবে আশাবাদী হয়ে উঠেছেন।
এর আগে ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি গতরাতে তেহরানে বলেছেন, তার দেশ আসন্ন সংলাপে সম্পূর্ণ নতুন কিছু প্রস্তাব উপস্থাপন করবে এবং ছয় জাতিগোষ্ঠীও গঠনমূলক মনোভাব নিয়ে আলোচনায় বসবে বলে তিনি আশা করছেন।
৫+১ গ্রুপের সঙ্গে সংলাপে ইরান বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে চাইলেও পাশ্চাত্য এ আলোচনাকে ইরানের পরমাণু কর্মসূচি'র মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। তবে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বৃহস্পতিবার বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ কাজে পরমাণু প্রযুক্তি ব্যবহারের অধিকার তার দেশের রয়েছে এবং এ ব্যাপারে তেহরান বিন্দুমাত্র ছাড় দিতে রাজী নয়।#
No comments:
Post a Comment