প্রতিদিন ২৪ ডেস্ক
ইসলামাবাদ, ৩১ মার্চ: পাকিস্তানের সাবেক ক্রিকেটার, রাজনীতিবিদ ইমরান খানের নাম উঠে এসেছে বিশ্বের সেরা ১০০ প্রভাবশালীদের তালিকায়। নিউ ইয়র্কের টাইম ম্যাগাজিনের এক জরিপে ইমরানের নাম চলে এসেছে তালিকার ষষ্ঠতে।
টাইম ম্যাগাজিন প্রতিবছরই রাজনৈতিক, শিল্পী, বিজ্ঞানী, মডেল, বা প্রভাবশালীদের মধ্য থেকে বেছে নেয় সেরা ১০০ জন।
অনলাইন জরিপ এখনো চলছে। আগামি ৬ এপ্রিল এই ভোটিং পোলটি বন্ধ হবে। ১৭ এপ্রিলের টাইম’র এই ইস্যুটি প্রকাশ পাবে। অনলাইন পাঠকরা এটিতে ভোট দিতে পারবে। টাইম ডটকমে গিয়ে ভোট দেয়ার সুযোগ রয়েছে যেকোনো পাঠকের।
ভোটিং এখনো চলছে। তাতেই আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা ইমরানের অনেক পেছনে।
উপমহাদেশের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি এমনকি বলিউডের হার্টথ্রব সালমান খান সবাই ইমরানের পেছনেই রয়েছেন।
এখন পর্যন্ত মোট আট হাজার ৬৯৫ ভোট পেয়ে এ তালিকার ষষ্ঠ স্থান নিশ্চিত করেছেন তিনি। যেকোনো সময় ফলাফল বদলে যেতে পারে। তবে এখনকার জন্য ইমরানই সেরা।
ওবামা পেয়েছেন ছয় হাজার ৪৮৭ ভোট। মার্ক জুকারবার্গ পেয়েছেন ৪ হাজার ১২৫ ভোট। এ তালিকায় ২ পাকিস্তানিসহ ৮ মুসলমানের নাম উঠে এসেছে। সে তালিকায় ইমরান এগিয়ে।
টাইম ম্যাগাজিন ইমরানকে একজন তারকা ক্রিকেটার ও আন্তর্জাতিক প্লেবয় হিসেবে আখ্যা দিয়েছে। তাকে ধার্মিক ও জনপ্রিয় রাজনীতিবিদ হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে।
ইমরান বন্দনায় পঞ্চমুখ টাইমস জানিয়েছে, ‘‘পাকিস্তানের এই সংকটকালে ইমরানই হতে পারেন সমাধান। পাকিস্তানের হারানো ঐতিহ্য ও গৌরব ফিরিয়ে আনতে ইমরানের বিকল্প নেই।’’ সূত্র: দ্য নিউজ ট্রাইব।
No comments:
Post a Comment