প্রতিদিন ২৪ ডেস্ক
থাইল্যান্ডে পৃথক তিন বোমা বিস্ফোরণে ৮ জন নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হয়েছে।
আয়ালার গভর্ণর ডিথরাত সিমসিরি জানিয়েছেন, শনিবার দুপুরে দশ মিনিট ব্যবধানে বোমাগুলোর বিস্ফোরণ ঘটে। এরমধ্যে দুটি বোমা একটি মটরসাইকেলে এবং অপরটি একটি গাড়িতে লুকিয়ে রাখা ছিলো বলে জানান তিনি।
সরকারিভাবে এই বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫ জন বলে জানানো হলেও এর প্রকৃত সংখ্যা নিয়ে মতপার্থক্য রয়েছে। সরকারিভাবে আহতের সংখ্যা ৫০ জন বলা হলেও আন্তর্জাতিক মিডিয়াগুলো ৮ জন নিহত ও আহতের সংখ্যা ৭০ বলে জানিয়েছে।
এই হামলার দায় এখনো কেউ স্বীকার না করলেও পুলিশ দেশটির ধর্মীয় উগ্রপন্থিদলগুলো এতে জড়িত বলে সন্দেহ করছে।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী দলগুলো বোমা হামলা সহ বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছে। শুধুমাত্র ২০১১ সালে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় সাড়ে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
উল্লেখ্য, ২০০৪ সাল থেকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বিচ্ছিন্নতাবাদী দলগুলো বোমা হামলা সহ বিভিন্ন তৎপরতা চালিয়ে আসছে। শুধুমাত্র ২০১১ সালে দেশটির দক্ষিণাঞ্চলে সহিংসতায় সাড়ে ৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।
No comments:
Post a Comment