প্রতিদিন ২৪ ডেস্ক
পাকিস্তানের ওপর ড্রোন হামলা বন্ধ করার কোনো ইচ্ছা নেই আমেরিকান
গোয়েন্দা সংস্থা সিআইএ’র। শুক্রবার
আমেরিকান একজন কূটনৈতিক জানান, পাকিস্তানের
জঙ্গি নিধনে আমেরিকার এই ড্রোন হামলা চলবেই।
এদিকে শুক্রবারেই পাকিস্তানের পার্লামেন্টে আমেরিকার
সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে একটি নীতিমালা পাস করা হয়েছে। এতে পাকিস্তানের
ভূখণ্ডে ড্রোন হামলার অবসানের আহবান জানানো হয়।
এছাড়া নতুন নীতিমালায় গত নভেম্বর মাসে ড্রোন হামলা
চালানোর জন্য আমেরিকার প্রতি শর্তহীন ক্ষমা চাওয়ার কথা বলা হয়। ভয়াবহ ওই ড্রোন
হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহত হয়।
আমেরিকার সেই মুখপাত্র জানিয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যেই তারা
পাকিস্তানে সন্দেহভাজন সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করবে এবং সে মোতাবেক হামলা
পরিচালনা করবে সিআইএ।
এই বক্তব্যের মাধ্যমে পাকিস্তানের পার্লামেন্টের
প্রস্তাবকে প্রত্যাখ্যান করল আমেরিকা। এবারই প্রথম নয় এর আগেও ২০০৮ সালে
পাকিস্তানের পার্লামেন্ট ড্রোন হামলা বন্ধের দাবি করে। সেসময় সে দাবি প্রত্যাখান
করে হামলা অব্যাহত রাখে। সূত্র: এএফপি ।
No comments:
Post a Comment