আজ
টাইটানিকডুবির শতবর্ষপূর্তি। আজকের এ দিনটিতেই আটলান্টিকে একটি বড় হিমশৈলের সঙ্গে
ধাক্কা লেগে বরফ শীতল পানিতে তলিয়ে গিয়েছিল টাইটানিক। সলিল সমাধি হয়েছিল ১ হাজার
৫১২ জনের। শোকাবহ এ দিনটি উদযাপনে বিশ্বের নানা স্থানে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে।
এ খবর দিয়ে অনলাইন বিবিসি
জানিয়েছে, জাহাজটির নির্মাণস্থল বেলফাস্টেও দিবসটি
আয়োজনে নেয়া হয়েছে নানা পরিকল্পনা। ওই দুর্ঘটনায় প্রাণ হারানো ১ হাজার ৫১২ আরোহীর
নাম পাঁচটি ব্রোঞ্জের প্লেটে লেখা হয়েছে। আর সেটি স্থান পেয়েছে টাইটানিক মেমোরিয়াল
গার্ডেনে, যেখান থেকে জাহাজটি তার যাত্রা শুরু করেছিল।
No comments:
Post a Comment