প্রতিদিন ২৪ ডেস্ক
সারাদিন ধরে বিচ্ছিন্ন
সংঘর্ষ গোলাগুলির কথা শোনা গেলেও সংবাদদাতারা জানান, একদিনে সহিংসতা অনেকটাই কমে গেছে। গতকাল বিকেলের দিকে কোফি
আনান নিজে নিরাপত্তা পরিষদে ভাষণে স্বস্তি প্রকাশ করেন।
তবে আজ অর্থাৎ যুদ্ধবিরতির
দ্বিতীয় দিনেই শর্ত ভাঙ্গার খবর
পাওয়া যাচ্ছে।
সিরিয়ার বিরোধী সূত্রে বলা
হচ্ছে, আজ সকালে তুরস্কের সাথে সীমান্তে খিরবেত আল জোয নামক একটি
গ্রামে সেনাবাহিনী এবং বিদ্রোহী যোদ্ধাদের মধ্যে লড়াই হয়েছে। দুপক্ষই ভারী অস্ত্র
ব্যাবহার করেছে বলে বলা হচ্ছে।
জাতিসংঘ ও আরব লীগের বিশেষ
দূত কোফি আনানের একজন মুখপাত্র আহমাদ ফাওযি অবশ্য বলেছেন সবাই জানে আদর্শ কোন
পরিস্থিতি সিরিয়ায় নেই, তবে যুদ্ধবিরতি মোটামুটি
মানা হচ্ছে।
পর্যবেক্ষক
দল পাঠানোর প্রস্তুতি
কোফি আনানের শান্তি
পরিকল্পনার দ্বিতীয় ধাপে যুদ্ধবিরতি বা অস্ত্রবিরতি পর্যবেক্ষণে সিরিয়ায়
আন্তর্জাতিক পর্যবেক্ষক মোতায়েনের প্রস্তাব। সে লক্ষ্যে আজ (শুক্রবার) আরও পরের
দিকে নিরাপত্তা পরিষদে আলোচনা হবে। পর্যবেক্ষণ মিশন নিয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর
সেখানে ভোট হওয়ার কথা রয়েছে।
এই মুহূর্তে অগ্রবর্তী একটি পর্যবেক্ষক দল সিরিয়ার
উদ্দেশ্যে বিমানে ওঠার জন্য তৈরি
তবে আনানের মুখপাত্র বলেছেন, অগ্রবর্তী পর্যবেক্ষক দল প্রস্তুত রয়েছে।
মুখপাত্র আহমাদ ফাওযি জানান, পরিপূর্ণ একটি পর্যবেক্ষণ মিশনের জন্য কতজন শান্তিরক্ষী
প্রয়োজন তা ঠিক করতে জাতিসংঘের শান্তিরক্ষী বিভাগ এখন দিন-রাত কাজ করছে। তবে এই মুহূর্তে
অগ্রবর্তী একটি পর্যবেক্ষক দল সিরিয়ার উদ্দেশ্যে বিমানে ওঠার জন্য তৈরি।
ওদিকে লেবানন থেকে বিবিসির
জিম মিউয়ার জানাচ্ছেন, গতকাল যুদ্ধবিরতি কার্যকর
হওয়ার পর সিরিয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তির লক্ষণ চোখে পড়েছে। ইরাকের সাথে
সীমান্তবর্তী শহর দেইর আল যোর শহরে রাতের বেলায় হাজার হাজার মানুষ রাস্তায় বেরিয়ে
মিছিল করেছে।
তবে একইসাথে জিম মিউয়ার
বলছেন আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন। শুক্রবার জুমার দিনে
বিরোধীরা বড় কোন প্রতিবাদ বিক্ষোভের আয়োজনের চেষ্টা করে কিনা, সেখানে কোন উস্কানি থাকে কিনা এবং থাকলে নিরাপত্তা বাহিনী
তাতে কিভাবে সাড়া দেবে – তার ওপরে ভঙ্গুর এই
যুদ্ধবিরতির স্থায়িত্ব অনেকটাই নির্ভর করবে।
No comments:
Post a Comment