Wednesday, April 18, 2012

হোয়াইট হাউজ ছাড়ার জন্য প্রস্তুতি নেন : ওবামাকে রমনি


মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে তার সরকারি বাসভবন হোয়াইট হাউজ ছাড়ার জন্য প্রস্তুতি নিতে বলেছেন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী মিট রমনি। এবিসি নিউজ-এর সঙ্গে এক সাক্ষাতকারে তিনি বলেছেন, "আমি
তাকে যা বলতে চাই তা হলো আপনি হোয়াইট হাউজ ছাড়ার প্রস্তুতি নেন।" প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্দেশ্যে আপনি কিছু বলুন -এমন কথার জবাবে মিট রমনি ওই বক্তব্য দেন। 
সাক্ষাতকারে তিনি আরো বলেছেন, "অবশ্যই আমাদের নানা ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। আমি নিশ্চিত যে, প্রেসিডেন্ট আরো চার বছর ক্ষমতায় থাকতে চাইছেন। কিন্তু এ বিষয়টির সঙ্গে আমি একমত হতে পারছি না।" মিট রমনি সম্প্রতি বারাক ওবামাকে আক্রমণ করে কথা বলতে শুরু করেছেন।
ওবামার অর্থনৈতিক নীতির সমালোচনা করে রমনি বলেন, "তিনি মার্কিন জনগণকে সহযোগিতা করতে ব্যর্থ হয়েছেন। তারা চাকরি পায়নি, আয় বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা পায়নি বরং তারা হাজার হাজার কোটি ডলারের ঋণী হয়েছে।" 
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য রিপাবলিকান দলের পক্ষে সাবেক প্রতিনিধি পরিষদের স্পিকার নেউট গিংরিচ এবং রন পল প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে মনে করা হচ্ছে- এ দল থেকে মিট রমনিই মনোনয়ন পাবেন। চলতি বছরের নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment