প্রতিদিন ২৪ ডেস্ক
ইরানি তেল ছাড়াই মজুদকৃত তেলসহ চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত তেলের সরবরাহ বাজারে আছে বলে বিশ্ব স¤প্রদায়কে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
শুক্রবার এক বিবৃতিতে এ আশ্বাসের মাধ্যমে বিশ্বের রাষ্ট্রগুলোকে ইরানি তেল আমদানি বন্ধ করার অনুরোধ জানিয়েছেন তিনি।
ইরানের তেল আমদানির ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপ করা কঠোর বাণিজ্যিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার পথে তিনি এ অনুরোধ জানালেন।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আইনে পরিণত হওয়া এই নিষেধাজ্ঞা আগামী ২৮ জুন থেকে কার্যকর হবে। ওই আইনের বলে, ইরানের কেন্দ্রিয় ব্যাংকের সঙ্গে লেনদেনকারী বিশ্বের যে কোন আর্থিক প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবস্থার সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না।
নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য ‘কৌশলগত তেলের মজুদ’ থেকে সরবরাহ করাসহ কিছু দেশ অতিরিক্ত তেল উৎপাদন করে ঘাটতি মেটাবে বলে জানান ওবামা।
“ইরান থেকে পেট্রল ও পেট্রলজাত দ্রব্য ক্রয় হ্রাস করার ফলে বিশ্ববাজারে যে অবস্থা তৈরি হবে তা সামাল দেওয়ার জন্য আমি নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করব,” বলেন ওবামা।
ইরানের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের পরমাণু কার্যক্রম বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করতে চান ওবামা। পশ্চিমা দেশগুলোর ধারণা পরমাণু প্রকল্পের আড়ালে পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে ইরান।
আর ইরান দাবি করছে, তাদের পরামণু প্রকল্প বিদ্যুৎ উৎপাদনের মতো সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত।
No comments:
Post a Comment