Wednesday, April 4, 2012

ভারতীয় কাশ্মিরে বিদ্যমান সামরিক আইন বাতিল করা উচিতঃ জাতিসংঘ


প্রতিদিন ২৪ ডেস্ক 
ভারতীয় কাশ্মির ও দেশটির উত্তরপূর্বাঞ্চলে বিদ্যমান সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন (এএফএসপিএ) বাতিল করা উচিত
বলে মত প্রকাশ করেছে জাতিসংঘ। আইনটিকে আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও মত প্রকাশ করা হয়েছে। 
ভারতে ১২ দিনের এক সফর শেষে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিবেদ ক্রিস্টোফার হেইন্স শুক্রবার নয়াদিল্লিতে এসব কথা বলেছেন। 

বিশ্বব্যাপী বিচারবহির্ভূত হত্যা, সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদণ্ড ও নির্বিচার হত্যা নিয়ে অনুসন্ধান করছেন হেইন্স। আগামী ২০১২ সালে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে এ বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন জমা দেবেন তিনি। 
তিনি বলেন, “সামরিক বাহিনীর বিশেষ ক্ষমতা আইন রাষ্ট্রীয় ক্ষমতার বাড়াবাড়ি রকম ব্যবহারের প্রতীক। এটি সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘণ।” 

এই বিশেষ ক্ষমতা আইনের বলে ভারতীয় সেনাবাহিনী ভারতশাসিত কাশ্মির ও দেশের উত্তরপূর্বাঞ্চলের জঙ্গি ও বিদ্রোহীদের সঙ্গে লড়াই করা, তল্লাশি চালানোর অপ্রতিহত ক্ষমতা, বিনা পরোয়ানায় গ্রেপ্তার বা গুলি করতে পারে। 
এএফএসপিএ’কে অতি নির্মম আইন বলে দাবি করেছে মানবাধিকার সংগঠনগুলো। মানবাধিকার আগ্রাহ্য করে ভারতীয় সেনাবাহিনী আইনটির যথেচ্ছ ব্যবহার করছে বলে জানিয়েছে সংগঠনগুলো। 

অভিযোগগুলো অস্বীকার করে ভারতীয় কর্তৃপক্ষ ও সেনাবাহিনী দাবি করেছে, বিদ্রোহীদের খুঁজে বের করতে আইনটি প্রয়োজন। 
শুক্রবার ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্র হেইন্সের করা মন্তব্যের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। 

No comments:

Post a Comment