Wednesday, April 4, 2012

ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর আলোচনা শুরু হবে এপ্রিলে : হিলারি



২ এপ্রিল ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর পরবর্তী আলোচনা মধ্য-এপ্রিলে অনুষ্ঠিত হবে বলে যুক্তরাষ্ট্র জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেনরাশিয়াচীনফ্রান্সব্রিটেনযুক্তরাষ্ট্র ও জার্মানীর সঙ্গে ইরানের এ আলোচনা তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হবে। সৌদি আরব সফররত
হিলারি শনিবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সৌদ আল ফয়সালের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। এর আগে গত ২৮ মার্চ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর
সালেহি জানিয়েছিলেন, আগামী ১৩ এপ্রিল জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশ ও জার্মানীর সঙ্গে তার দেশের পরবর্তী আলোচনা শুরু হবে। তবে তিনি বৈঠকের স্থান সম্পর্কে কিছু উল্লেখ করেননি। তিনি শুধু বলেছিলেনতুরস্ক এ বৈঠকের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে। তবে এ ব্যাপারে ইরানের জাতীয় নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ পরিষদের সচিব সাঈদ জালিলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানিয়েছিলেন।

ইরান ২০১০ সালের ডিসেম্বরে জেনেভায় এবং ২০১১ সালের জানুয়ারিতে ইস্তাম্বুলে দু'দফা ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে আলোচনা করে। তেহরান বলেছেদ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে আলোচনায় বসতে তার আপত্তি নই। তবে নিজের অকাট্য অধিকারের ব্যাপারে বিন্দুমাত্র ছাড় তেহরান দেবে না।

No comments:

Post a Comment