Wednesday, April 4, 2012

ফিজিতে বন্যায় জরুরি অবস্থা ঘোষণা



প্রতিদিন ২৪ ডেস্ক
বন্যার আঘাতে ক্ষতিগ্রস্ত ফিজিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ভারি বৃষ্টিপাত ও প্রবল বাতাস অব্যাহত থাকায় আবহাওয়া পরিস্থিতি
স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের দূরে থাকার ব্যাপারে সতর্ক করে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ
আকস্মিক বন্যায় পর্যটকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবেন না বলে জানিয়েছে দেশটির কতৃপক্ষ
 বন্যায় কমপক্ষে দুইজনের প্রাণহানি ঘটেছে এবং পাঁচ হাজারের বেশি লোক আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে
 নাডির আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এবং মঙ্গলবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার অব্যাহত থাকার আশঙ্কায় কর্মকর্তারা সোমবার পর্যন্ত আর কোনো পর্যটককে না আনার জন্য বিমান কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন
 পর্যটন মন্ত্রী আইয়াজ সাঈদ-খাইয়ুম বলেন, “বিদেশী পর্যটক ও দেশে ফিরতে ইচ্ছুক ফিজির নাগরিকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের নিশ্চয়তার জন্য ফিজি সরকার অনিচ্ছা সত্ত্বেও এই সিদ্ধান্ত নিয়েছে
জাতীয় বিমান কোম্পানি এয়ার প্যাসিফিক জানিয়েছে, “সংস্থাটি রোববারের সকল ফিজিমুখী ফ্লাইট বাতিল করেছেতারা নাডি বিমানবন্দর থেকে বহির্মুখী সীমিত সংখ্যক ফ্লাইট পরিচালনা করছে
 এয়ারপোর্ট ফিজি লিমিটেডের প্রধান নির্বাহী টনি গলিন জানান, “বিমানবন্দরে কয়েকশ আন্তর্জাতিক যাত্রী অপেক্ষমান রয়েছেন
 প্রধান দ্বীপ ভিটা লেভুর রাস্তায় গাছ উপড়ে পড়ায় এবং ভূমিধস ও উপচে পড়া নদীর পানিতে পথঘাট বিচ্ছিন্ন হওয়া অনেকেই বিমানবন্দরে পৌঁছতে পারেনি
 সরকার বন্যাকবলিত এলাকাগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করে বলেছেপদক্ষেপটি খাদ্য ত্রাণ সহায়তা তৎপরতাকে আরো কার্যকর করবে
 
শহরের নদীর পানি দুকূল উপচে পড়ায় বন্যার পানি প্রবল বেগে রাস্তাঘাটের ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নাডির মধ্যাঞ্চলে সাধারণ জনগণের প্রবেশাধিকার সীমিত করা হয়েছেএতে লোকজনকে ভাসিয়ে নিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ

No comments:

Post a Comment