Wednesday, April 4, 2012

সেনা-জঙ্গি লড়াইয়ে চার পাকিস্তানি সেনা নিহত



প্রতিদিন ২৪ ডেস্ক
পাকিস্তানে ফের সেনা-জঙ্গি লড়াইয়ে চার পাকিস্তানি সেনা নিহত ও অপর পাঁচ সেনা নিঁখোজ হয়েছেন। পাকিস্তানের অস্থিতিশীল উপজাতীয় পার্বত্য এলাকার আফগান সীমান্ত সন্নিকটে অবস্থিত
একটি সেনা তল্লাশি চৌকিতে সোমবার ভোরের দিকে তালেবান যোদ্ধারা এ হামলা চালায় 
এসময় সেনাদের পাল্টা হামলায় দশ তালেবান যোদ্ধাও নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। তবে কোন নিরপেক্ষ সূত্র থেকে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি
এই লড়াই প্রসঙ্গে পাকিস্তানি তালেবানদের একজন মুখপাত্র বলেন তাদের যোদ্ধারা মোহমান্দ উপজাতীয় এলাকায় অবস্থিত একটি চেক পয়েন্টে হামলা চালিয়েছে
সীমান্তের নিকটবর্তী সেনা অবস্থানগুলোতে তালেবান জঙ্গীদের হামলা সাম্প্রতিক সময়ে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য একটি একটি বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে
পাকিস্তান ক্রমাগত অভিযোগ করে আসছেপাকিস্তানি তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানি বাহিনীর ওপর হামলা চালাচ্ছে। কিন্তু আফগানিস্তান এবং যুক্তরাষ্ট্র তাদের অভিযোগ অস্বীকার করে দাবি করছে উল্টো তালেবানরা পাকিস্তানে অবস্থান নিয়ে আফগানিস্তানের বিভিন্ন অবস্থানে হামলা চালাচ্ছে

No comments:

Post a Comment