Wednesday, April 4, 2012

পাকিস্তান শাস্তি দিল লাদেন পরিবারকে


প্রতিদিন ২৪ ডেস্ক
নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের তিন স্ত্রী ও দুই মেয়েকে পাকিস্তানে অবৈধভাবে বসবাসের অভিযোগে ৪৫ দিনের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত
 বিন লাদেনের পরিবারের সদস্যদের আইনজীবীরা জানানতারা ইতোমধ্যেই বন্দি। আর এ জন্য তাদেরকে ১৪ দিন কারাভোগ করতে হবে 
তবে লাদেনের পরিবারের সদস্যদের ক্রমান্বয়ে নিজ দেশে পাঠিয়ে দেয়া হবে বলেও জানান আইনজীবীরা 
গত বছর ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। এর পরই তার পরিবারের সদস্যদের আটক করা হয় 
তবে বিশ্লেষকরা বলছেনপাকিস্তানি কর্মকর্তারা লাদেন পরিবারের নারীদের জন্য দীর্ঘ মেয়াদি কারাদণ্ড চাইতে পারেন 
পাকিস্তানের গোয়েন্দাদের নজর এড়িয়ে লাদেন কিভাবে সেখানে দীর্ঘদিন অবস্থান করেছেন সে তথ্য বের হতে না দেওয়াই এর উদ্দেশ্য বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণলাদেন নিরাপত্তা বাহিনীর সহায়তাতেই পাকিস্তানে অবস্থান করেছিলেন বলে গুঞ্জন আছে 

No comments:

Post a Comment