Wednesday, April 4, 2012

রাশিয়ার বিমান সাইবেরিয়ায় বিধ্বস্ত নিহত ২৯


প্রতিদিন ২৪ ডেস্ক
রাশিয়ার যাত্রীবাহী একটি বিমান সোমবার সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে। এতে ২৯ জন নিহত হয়েছেন 
বিমানটি থেকে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে
রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত ইতার-তাস সংবাদ সংস্থা জানিয়েছে। ওই বিমানে মোট ৪৩ জন আরোহী ছিলেন 
কর্তৃপক্ষ বলছেএটিআর ৭২ বিমানটি সাইবেরিয়ার পশ্চিমাঞ্চলীয় তিউমেন শহরের ৩০ থেকে ৩৫ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয় 
তবে এর আগে রাশিয়ার দুর্যোগ পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইরিনা আন্দ্রিয়ানোভা জানিয়েছিলেনবিধ্বস্ত বিমান থেকে ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ১৬টি মৃতদেহও উদ্ধার করা হয়েছে 
ইরিনা আরো জানানপ্রাথমিক তথ্যানুযায়ী বিমানটি ৩৯ জন যাত্রী ও ৪ জন ক্রু বহন করছিল 

No comments:

Post a Comment