Wednesday, April 4, 2012

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সাবেক ছাত্রের গুলিতে ৭ জন নিহত


প্রতিদিন ২৪ ডেস্ক
অকল্যান্ডের অইকোজ বিশ্ববিদ্যালয়ের সাবেক এক ছাত্রের গুলিতে অন্ততপক্ষে ৭ জন নিহত ও তিন জন আহত হয়েছে। সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় হামলার এই ঘটনা ঘটে


ওকল্যান্ডের পুলিশ প্রধান হাওয়ার্ড জর্ডান জানিয়েছেন, ঘাতক অতর্কিতভাবে ক্লাসরুমে ঢুকে পড়ে এবং এলোপাতারি গুলি চালায়। এতে পাঁচজন ঘটনাস্থলে এবং অপর দু'জন হাসপাতালে নেয়ার পর
মারা যায়। এছাড়া তিন জন গুরুতর আহত হয়েছেন এবং বাকীরা ক্লাসরুমের দরজা ও ডেস্কের পেছনে লুকিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন 
পুলিশ সন্দেহভাজন ঘাতক ওয়ান গুহ'কে অলমিডা শহরের একটি বিপনি কেন্দ্র থেকে গ্রেফতার করেছে। তবে ঘটনার কারণ এখনো স্পষ্ট নয়
অইকোজ বিশ্ববিদ্যালয়টি মূলত খ্রীষ্টানদের একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। ঘাতক ওয়ান গুহ এই বিশ্ববিদ্যালয়েরই নার্সিং-এর ছাত্র ছিলেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জং কিম

No comments:

Post a Comment