Wednesday, April 4, 2012

অঘঠন ছাড়াই মিয়ানমারের ঐতিহাসিক উপনির্বাচন



প্রতিদিন ২৪ ডেস্ক
মোটামুটি নির্বিঘ্নেই শেষ হলো মিয়ানমারের ঐতিহাসিক উপনির্বাচন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কড়া নজরে ভোট গ্রহণ হলো। ২২ বছর
পর মিয়নমারে নির্বাচন হলো। গোটা বিশ্ব তাকিয়ে যার দিকেসেই অং সান সু চি তিনি দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াইয়ে দীর্ঘ ১৫ বছর গৃহবন্দী ছিলেন

গণতন্ত্রের দাবিতে লাগাতার দুদশকের আন্দোলনের পর এদিনের উপনির্বাচনেই প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করছেন গণতন্ত্রী নেত্রী অং সান সু চি । এবারের উপনির্বাচনে ভারতের পক্ষ থেকেও দুজন নির্বাচন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে৷ মণিপুরের মুখ্য নির্বাচনী আধিকারিক ভি এস শেষাদ্রি এবং আসমের মুখ্য নির্বাচনী আধিকারিক পি সি লাওমকুঙ্গা এই দায়িত্ব সামলাচ্ছেন৷

১৯৯০-এর নির্বাচনে তার দল এনএলডি জয়ী হলেও তা মেনে নেয়নি মিয়ানমারের সেনা সরকার। তারপর টানা সেনাশাহীর অধীনেই ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি। গণতন্ত্রের দাবিতে সু চির দীর্ঘ আন্দোলনকে মায়ানমারের সেনা সরকার বরাবরই নির্মমভাবে দমন করে এসেছে। এই দীর্ঘসময় কার্যত নজরবন্দি হয়েই থাকতে হয়েছে সু কিকে। আন্তর্জাতিক চাপে ২০১০-এ একবার নির্বাচন হলেও সেই ভোটে অংশ নেননি সু কি এবং তার দল। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চি কায়মু কেন্দ্র থেকে উপনির্বাচনে লড়ছেন৷

সু চি-র ন্যাশনাল লিগ অফ ডেমোক্রেসি দল আজকের ভোটে ৪৫টি আসনের মধ্যে ৪৪টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে৷ ২০১০-এর সাধারণ নির্বাচনে ইউনিয়ন সলিডারিটি এণ্ড ডেভেলপমেন্ট পার্টির জয় নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল৷ অভিযোগ উঠেছিল ভোট-জালিয়াতির৷ তবে এদিনের ভোট সেই রকম অভিযোগ সেভাবে উঠল না

No comments:

Post a Comment