Tuesday, April 17, 2012

ইরানে হামলা চালালে অন্তহীন লজ্জার শিকার হবেন: প্রেসিডেন্ট আহমাদিনেজাদের হুঁশিয়ারি


 তেহরান): ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেবে। ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ তেহরানে এক মনোজ্ঞ সামরিক কুচকাওয়াজ ও
সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 
আহমাদিনেজাদ বলেছেন, ইরানি জাতি বিজ্ঞান ও প্রযুক্তির শীর্ষ চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে এবং এক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য যে স্থায়ী নিরাপত্তার দরকার রয়েছে, ইরানের সাহসী ও প্রশিক্ষিত সশস্ত্র বাহিনী তা নিশ্চিত করবে। তিনি বলেছেন, ইরানি জাতি শান্তিকামী এবং যুদ্ধ ও সহিংসতার বিরোধী, তবে শত্রুদের এটা জানা উচিত যে, তারা আক্রান্ত হলে ইরানের জনগণ এর কঠোর জবাব দেবে এবং এটা তাদের জন্য অন্তহীন কলঙ্ক বা লজ্জা বয়ে আনবে। ইরানের সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য পুরোপুরি প্রস্তুত বলেও আহমাদিনেজাদ উল্লেখ করেন। পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, আঞ্চলিক স্থানীয় দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এ অঞ্চলের নিরাপত্তা রক্ষা করা সম্ভব এবং বিদেশী সেনাদের উপস্থিতি কেবলই নিরাপত্তাহীনতা ও মতভেদ সৃষ্টি করবে। কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী শুরুর আগে ইরানের প্রেসিডেন্ট দেশ ও জাতির সেবায় নিয়োজিত থাকার জন্য সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন।
ইরানের জাতীয় সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ দক্ষিণ তেহরানে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা মরহুম ইমাম খোমেনী (রহ.)'র মাজারের পাশে মনোজ্ঞ সামরিক কুচকাওয়াজ ও সমরাস্ত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ইরানের সশস্ত্র বাহিনীর বিভিন্ন চৌকস ইউনিট এতে অংশ নিয়েছে। এ অনুষ্ঠানে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র, পাইলটবিহীন বিমান বা ড্রোন ও বিমান প্রতিরক্ষার সাজ-সরঞ্জামসহ অত্যাধুনিক নানা সমরাস্ত্র প্রদর্শন করা হয়।

No comments:

Post a Comment