মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেছেন, বাগদাদে ইরানের সাথে ছয় বৃহৎ শক্তির পরমাণু আলোচনা
শুরুর আগেই ওয়াশিংটন তেহরানের ওপর নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে না। তিনি বলেছেন,
আমি কাজের জবাবে কাজের নীতিতে বিশ্বাস করি, এ ক্ষেত্রে ইরানিদেরকেই সদিচ্ছা প্রদর্শন করতে হবে এবং আমরা দেখব যে
ইরানিরা বাগদাদে আলোচনার টেবিলে কি আনছে। আর এরই আলোকে ইরানিদের জবাব দেয়া হবে। এর
আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বাগদাদে ইরানের সাথে ছয় বৃহৎ শক্তির
পরমাণু আলোচনা শুরুর আগেই নিষেধাজ্ঞা তুলে নিতে পশ্চিমা শক্তিগুলোর প্রতি আহ্বান
জানিয়েছেন। বাগদাদে আগামী ২৩ মে ইরানের সাথে ছয় বৃহৎ শক্তির পরমাণু আলোচনা শুরু
হওয়ার কথা রয়েছে। এর আগে গত শনিবার ইস্তাম্বুলে ছয় বৃহৎ শক্তির সঙ্গে ইরানের নতুন
পরমাণু আলোচনার প্রথম পর্যায় অনুষ্ঠিত হয়েছিল।
No comments:
Post a Comment