Saturday, April 14, 2012

ইরানের সঙ্গে গঠনমূলক আলোচনা চলছে : ইউরোপীয় ইউনিয়নের মন্তব্য


ইরানের সঙ্গে গঠনমূলক পরিবেশে ছয় জাতিগোষ্ঠীর আলোচনা চলছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বৈঠকের প্রথম অধিবেশন শেষে এ কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশ্টোনের মুখপাত্র মাইকেল ম্যান। তিনি বলেন, "ইরান আলোচনায় বসাতে
আমাদের মধ্যে একটা ইতিবাচক অনুভূতি তৈরি হয়েছে।"
গত ১৫ মাস পর পরমাণু কর্মসূচিসহ নানা আন্তর্জাতিক ইস্যুতে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে এ আলোচনা হচ্ছে। আজ আরো পরে সংলাপের দ্বিতীয় অধিবেশন বসবে। এতে ইরানের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব সাঈদ জালিলি এবং ছয় জাতিগোষ্ঠীর পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ক্যাথেরিন অ্যাশ্টোন। 
কূটনীতিকরা বলছেন, সংলাপ এগিয়ে নেয়ার বিষয়টি তেহরানের ওপরই নির্ভর করছে। কিন্তু, ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপে ইরান বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে চাইলেও পাশ্চাত্য এ আলোচনাকে ইরানের পরমাণু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়। এ কারণে সংলাপের সফলতা শুধুমাত্র ইরানের ওপর নির্ভরশীল নয় বলে মনে করছেন কেউ কেউ। এরইমধ্যে ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যার ঘটনাটি আজকের আলোচনায় এজেন্ডাভুক্ত করার দাবি জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির উপ প্রধান ইসমাইল কাউসারি। তিনি আরো বলেছেন, পরমাণু ইস্যুতে কোনোভাবেই পশ্চিমাদের প্রেসক্রিপশন মেনে নিতে পারে না ইরান। তেহরান মনে করে- পরমাণু বিস্তাররোধ চুক্তি বা এনপিটি-তে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি পরিচালনার অধিকার রয়েছে এবং এটা আলোচনার বিষয়বস্তু নয়।

No comments:

Post a Comment