পাকিস্তানের খায়বর প্রদেশে বানু
জেলার কেন্দ্রীয় কারাগারে প্রায় ২৭৫ জন তালেবান জঙ্গি হামলা চালিয়ে ৩৮১ কয়েদিকে
মুক্ত করে নিয়ে গেছে।
বানু’র এক পুলিশ কর্মকর্তা বিবিসিকে জানান, শনিবার মধ্যরাতের দিকে গাড়িতে
করে ও পায়ে হেঁটে প্রায় ২৭৫ তালেবান জঙ্গি কেন্দ্রীয় কারাগারে অতর্কিত হামলা
চালায়। ওই পুলিশ কর্মকর্তা জানান, হামলাকারীরা ৩৭৫ উগ্র
জঙ্গি কয়েদিকে নিয়ে যেতে সক্ষম হয়।
তালেবানের
হামলায় মুক্তি পাওয়া কয়েদিদের মধ্যে পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের
ওপর হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত কয়েদি মুলজিম আদনানও রযেছেন।
এ হামলায়
চারজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছে বলেও জানা গেছে।
কারাগার
কর্তৃপক্ষ জানান, ওই সময় কারাগারে ৯৭৫ কয়েদি ছিল। এ হামলায় কারাগারের দেয়াল বিধ্বস্ত
হয়েছে।
No comments:
Post a Comment