নিয়মনীতির অর্ঘল ভেঙে এবার বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন
কোরীয় বংশোদ্ভূত জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জিম ইয়ং কিম। যার নাম প্রস্তাব করেছেন
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ৫২ বছর
বয়সী কিম বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন পয়লা জুলাই। তিনি
রবার্ট জোয়েলিকের উত্তরসূরি হিসেবে যুক্তরাষ্ট্রের
সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মনোনীত প্রার্থী হিসেবে বিশ্ব ব্যাংকের শীর্ষ
পদে নির্বাচিত হয়েছিলেন। ১৯৪৪ সালে বিশ্ব
ব্যাংক গঠনের পর থেকে যুক্তরাষ্ট্রের
নাগরিকরাই এর প্রধান পদটি অলঙ্কৃত করে আসছেন। উন্নয়নশীল দেশগুলো এবার পরিবর্তন
চাইলেও কিমকে নিয়োগের সিদ্ধান্তের মধ্য দিয়ে আগের ধারাই অব্যাহত থাকলো। কোরীয়
বংশোদ্ভূত মার্কিন নাগরিক জিম কিম নিউ হ্যাম্পশায়ারের ডার্টমাউথ কলেজের
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রের মনোনীত প্রার্থীকে
এবার প্রতিদ্বন্দ্বিতা করতে হয়েছে নাইজেরিয়ার অর্থমন্ত্রী নগচি ওকোনজো-আইয়েলা,
কলম্বিয়ার সাবেক অর্থমন্ত্রী ও নিউইয়র্কের কলাম্বিয়া
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হোসে আন্তনিও ওকাম্পোর সঙ্গে। গত সোমবারের বৈঠকে ২৫
সদস্যের বোর্ডসভায় পশ্চিম ইউরোপের কয়েকটি দেশ, জাপান,
কানাডা, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ বেশ
কয়েকটি উন্নয়নশীল দেশ নগচি ওকোনজো-আইয়েলাকে সমর্থন দিলেও শেষ পর্যন্ত চূড়ান্ত
বিজয়ের পথে দুই উদীয়মান অর্থনীতি ভারত ও চীনের সমর্থন পেয়েছেন যুক্তরাষ্ট্রের
প্রার্থী কিম।১৯৫৯ সালে সিউলে জন্ম নেয়া জিম কিম বিশ্ব ব্যাংকের আগের প্রেসিডেন্টদের মতো রাজনীতিবিদ, ব্যাংকার বা কূটনীতিক নন। তিনি ‘পার্টনারস ইন হেলথ’ এর অন্যতম প্রতিষ্ঠাতা, যে প্রতিষ্ঠান দরিদ্র মানুষের চিকিৎসা নিশ্চিতে কাজ করে।
১৯৮৭ সালে হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র থাকা অবস্থায় এর সঙ্গে যুক্ত হন তিনি। ২০০৯ সালে ডর্টমাউথ কলেজের প্রেসিডেন্ট মনোনীত হন।
No comments:
Post a Comment