সিরিয়ার
দক্ষিণাঞ্চলীয়
দারাহ শহর পরিদর্শন করেছেন জাতিসংঘ পর্যবেক্ষক দলের পাঁচ সদস্য। সিরিয়ার
সরকারপন্থী একটি গণমাধ্যম এ খবর দিয়েছে। দারাহ শহর থেকেই দেশটিতে চলমান রাজনৈতিক
অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। জাতিসংঘ
পর্যবেক্ষকদের পরিদর্শনের সময় দারাহ এলাকা শান্ত ছিল বলে
জানিয়েছে ওই গণমাধ্যম। এক
প্রতিবেদনে বলা হয়েছে-পরিদর্শনের সময় সেখানে সরকারবিরোধী কোনো বিক্ষোভ হয়নি কিংবা
গুলির ঘটনা ঘটেনি। এর আগে, আজ (মঙ্গলবার) সকালের দিকে জাতিসংঘ পর্যবেক্ষক দলের প্রধান মরক্কোর কর্নেল আহমাদ হিমিশে সাংবাদিকদের বলেন, এ মিশন সহজ প্রক্রিয়া নয়। তিনি বলেন, মিশন সফল করতে হলে সিরিয়ার সব পক্ষকে সহযোগিতা করতে হবে।
গত রোববার রাতে জাতিসংঘ পর্যবেক্ষক দলের পাঁচ সদস্যের অগ্রবর্তী দল দামেস্ক পৌঁছায়। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যকার যুদ্ধবিরতির প্রকৃত অবস্থা সরেজমিন দেখতে তারা দামেস্ক গেছেন। আরব লীগ ও জাতিসংঘের বিশেষ দূত কফি আনানের দেয়া ছয়দফা শান্তি পরিকল্পনার আওতায় গত বৃহস্পতিবার থেকে সিরিয়ায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
No comments:
Post a Comment