ইহুদিবাদী
ইসরাইলের কারাগারে এক হাজার ছয়শ' ফিলিস্তিনি বন্দী আমরণ অনশন শুরু করেছেন। বিনা
বিচারে আটক ও নির্জন কারাবাসে রাখার প্রতিবাদে তারা এ অনশন করছেন। কারা
দিবস উপলক্ষে ফিলিস্তিনের বন্দীরা আজ
(মঙ্গলবার) থেকে অনশনে গেছেন। ১৭ এপ্রিলকে
ফিলিস্তিনিরা কারদিবস হিসেবে পালন করে।এদিকে, অনশনরত বন্দীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য অধিকৃত পশ্চিমতীর এবং গাজা উপত্যকার বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার ফিলিস্তিনি আজ বিক্ষোভ মিছিল করেছেন। এ প্রসঙ্গে প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স ক্লাবের প্রধান কাদুরা ফারেস বলেছেন, "যখন কারাবন্দীদের প্রশ্ন আসে তখন আমরা এক ও অভিন্ন অবস্থানে। যতক্ষণ তাদের দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তাদের পাশে থাকব।" নাবলুস শহরে আজ এক সমাবেশে তিনি এ কথা বলেন।
এ ছাড়া, গাজার রেড ক্রস সদর দপ্তর অভিমুখে প্রায় দু'হাজার ফিলিস্তিনি বিক্ষোভ মিছিল নিয়ে যান এবং কারাবন্দীদের সঙ্গে একাত্মতা প্রকাশের জন্য দপ্তরের সামনে তাঁবু গেড়ে অবস্থান নেন।
এর আগে, কাদের আদনান নামে এক ফিলিস্তিনি বন্দী ৬৬ দিন অনশন করেছেন এবং তাকে ইহুদিবাদী সরকার মুক্তি দিতে পারে বলে আশা করা হচ্ছে। তিনিও বিনা বিচারে কারাবন্দী থাকার প্রতিবাদে এ অনশন করেছেন। তার আইনজীবী জানিয়েছেন, আজই আদনানকে মুক্তি দেয়া হবে তবে কখন এবং কোথা থেকে তাকে মুক্তি দেয়া হবে তা এখনো নিশ্চিত নয়।
No comments:
Post a Comment