ইরাক এবং আফগানিস্তানে আগ্রাসন চালানোর দায়ে সাবেক মার্কিন
প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিচার দাবি
করেছেন ব্রিটেনের লর্ড আহমেদ। ব্রিটেনের প্রথম মুসলিম এ লর্ড বলেছেন,
বুশ এবং ব্লেয়ার
দেশ দু'টিতে আগ্রাসন
চালিয়েছে এবং সেখানে তারা যুদ্ধাপরাধ করেছেন। তাদের বিরুদ্ধে শক্তিশালী অভিযোগ
রয়েছে। এ জন্য তাদেরকে বিচারের আওতায় আনা উচিত।
মার্কিন প্রেসিডেন্ট
বারাক ওবামা ও তার পূর্বসূরী বুশকে ধরিয়ে দেয়ার জন্য লর্ড আহমেদ এক কোটি পাউন্ড
পুরস্কার ঘোষণা করতে পারেন বলে ব্রিটেনের লেবার পার্টি অভিযোগ তোলার পর তিনি এসব
কথা বললেন। চলতি মাসের প্রথম দিকে পাকিস্তানে অনুষ্ঠিত এক সমাবেশে দেয়া বক্তৃতায়
আহমেদ ওই ঘোষণা দিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছে। এ অভিযোগে লেবার পার্টি থেকে লর্ড
আহমেদকে বরখাস্ত করা হয়েছে। তবে, ওই
অভিযোগ প্রত্যাখ্যান করেছেন আহমেদ। তিনি বলেন, "আমি
কখনো এ ধরনের কথা বলিনি। আমি অর্থ পুরস্কারের কথাও বলিনি।" তিনি এ বিষয়ে
প্রমাণ দেয়ার জন্য লেবার পার্টির প্রতি চ্যালেঞ্জ দিয়েছেন। বারাক ওবামাকে তিনি
যুদ্ধাপরাধী বলার কথাও অস্বীকার করেন। লর্ড আহমেদ বলেন, "আমি মনে করি না বুশ ও ব্লেয়ারের বিচার দাবি করে কোনো ভুল করেছি।"
লর্ড আহমেদ বরাবরই ইরাক ও আফগান যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ ছাড়া, ব্রিটেনের মুসলমানদের বিরুদ্ধে ব্রিটেনে যেসব নির্যাতন-নিপীড়ন চলছে তার বিরুদ্ধেও তিনি সব সময় সোচ্চার রয়েছেন।
লর্ড আহমেদ বরাবরই ইরাক ও আফগান যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ ছাড়া, ব্রিটেনের মুসলমানদের বিরুদ্ধে ব্রিটেনে যেসব নির্যাতন-নিপীড়ন চলছে তার বিরুদ্ধেও তিনি সব সময় সোচ্চার রয়েছেন।
No comments:
Post a Comment