সুদান
ও দক্ষিণ সুদানের সীমান্তে ভয়াবহ যুদ্ধ ছড়িয়ে পড়েছে এবং এতে অন্ততঃ ২২ জন নিহত
হয়েছে। দক্ষিণ সুদানের এক মুখপাত্র আজ (বুধবার) এ খবর দিয়েছেন। গতরাতে সীমান্তে এ
সংঘর্ষ শুরু হয়েছে। দক্ষিণ
সুদানের সামরিক মুখপাত্র বারনাবা মারিয়াল বেঞ্জামিনের উদ্ধৃতি দিয়ে পশ্চিমা
গণমাধ্যমগুলো দাবি
করেছে-সুদান ও দক্ষিণ সুদানকে বিভক্তকারী নদী থেকে এক সেনা পানি
আনতে গেলে সুদানের সেনারা তার ওপর গুলি চালায় এবং এ থেকে সংঘর্ষ শুরু হয়। এতে
সুদানের ১৫ সেনা এবং দক্ষিণ সুদানের সাত সেনা নিহত হয়েছে। মুখপাত্র জানান, মেইরাম
শহরের কাছে সংঘর্ষ হয়েছে। যদিও সামরিক সংঘর্ষের ঘটনাকে চিন্তার কারণ বলে মনে করা
হচ্ছে তবে এ সংঘর্ষ অব্যাহত থাকবে না বলে তিনি দাবি করেন। তেল সমৃদ্ধ হেগলিগ শহরের কাছে দু'দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ার পর সুদানকে বিভক্তকারী নদীর কাছে নতুন করে এ সংঘর্ষ হলো। গত সপ্তাহের ওই সংঘর্ষের পর সুদানের বিমান বাহিনী দক্ষিণ সুদানের কয়েক স্থানে বোমা হামলা চালায়। সুদানের জাতীয় সংসদ সর্বসম্মতিক্রমে ঘোষণা করেছে, দক্ষিণ সুদানের সরকার তাদের শত্রু।
No comments:
Post a Comment