মিয়ানমারের
বিরোধী নেত্রী অং সান সুচি গৃহবন্দীত্ব থেকে মুক্তি পাওয়ার পর এই প্রথমবারের মতো
বিদেশ সফরে যাচ্ছেন। গত ২৪ বছরের মধ্যে এই হবে সুচির প্রথম বিদেশ সফর। আগামী
জুনে তিনি প্রথমে নরওয়ে সফরে যাবেন। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা নিশ্চিত
করেছেন। এ ছাড়া, সুচি ব্রিটেনও সফর করবেন
বলে তার মুখপাত্র জানিয়েছেন। তবে,
লন্ডনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। গত সপ্তাহে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মিয়ানমার সফরের সময় সুচিকে লন্ডন সফরের আমন্ত্রণ জানান। অবশ্য, তার সফরের কোনো তারিখই এখনো নির্ধারিত হয়নি।
মিয়ানমারে সামরিক শাসন চলার সময় অং সান সুচি দীর্ঘদিন গৃহবন্দী ছিলেন। সে সময় তিনি মিয়ানমার থেকে বিদেশ সফরে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন কারণ তার আশঙ্কা ছিল দেশের বাইরে গেলে তাকে আর ফিরতে দেয়া হবে না।
মিয়ানমার থেকে পাওয়া খবরে জানা গেছে- আসন্ন বিদেশ সফরকে সামনে রেখে সুচি পাসপোর্টের আবেদন করেছেন। তবে, এখনো তা হাতে পাননি তিনি।
এদিকে, মিয়ানমারের প্রেসিডেন্ট থিন সেইন চলতি সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন। গত ২৪ বছরের মধ্যে তিনিই মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে প্রথম জাপান সফর করতে যাচ্ছেন। আগামী শুক্র ও শনিবার থিন সেইন জাপান সফর করবেন। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদার সঙ্গে সাক্ষাত করবেন।
No comments:
Post a Comment