Wednesday, April 18, 2012

তিউনিশিয়ার ক্ষমতাচ্যুত শাসকের বিরুদ্ধে ৫০টি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা


তিউনিশিয়ার সাবেক স্বৈরশাসক জয়নুল আবেদিন বেন আলী সৌদি আরবে পালিয়ে যাওয়ার পর থেকে এ পর্যন্ত তার বিরুদ্ধে ৫০টি আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিউনিশিয়ার সাবেক শাসক বেন আলী ও তার স্ত্রী
লাইলা ত্রিবিলিসি ব্যাপক গণআন্দোলনের মুখে ২০১১ সালের ৪ জানুয়ারি সৌদি আরবে পালিয়ে যান। 
সেদেশের আইন ও বিচারমন্ত্রী নুরুদ্দিন আল বাহিরি রাজধানী তিউনিসে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, বেশিরভাগ গ্রেফতারি পরোয়ানা বেন আলীর আর্থিক দুর্নীতি ও অনিয়মের কারণে জারি হয়েছে। এ ছাড়া, তিউনিশিয়া সরকার সৌদি আরবের কাছ থেকে বেন আলীকে গ্রহণের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে তিনি জানিয়েছেন। আল বাহিরি বলেছেন, সৌদি আরব ও তিউনিশিয়ার মধ্যে ১৯৮৩ সালে স্বাক্ষরিত বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী রিয়াদ বেন আলীকে তিউনিসের কাছে তুলে দিতে বাধ্য। তবে সৌদি আরব গত এক বছরেরও বেশি সময় ধরে বেন আলীকে হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়ে এসেছে। 
তিউনিশিয়ার একাধিক আদালত দুর্নীতি ও বিপ্লবী জনতাকে হত্যার দায়ে বেন আলীকে তার অনুপস্থিতিতে ৬৬ বছর কারাদণ্ড দিয়েছে।

No comments:

Post a Comment