Wednesday, April 18, 2012

খাদ্য সাহায্য বাতিল: যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি উত্তর কোরিয়ার


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণের হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের রকেট উৎক্ষেপণকে কেন্দ্র করে ওয়াশিংটন খাদ্য সাহায্য চুক্তি বাতিল করে দেয়ার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল দেশটি। 
গতকাল শেষ বেলায় উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ওয়াশিংটন একতরফাভাবে খাদ্য সহযোগিতা চুক্তি বাতিল করে দিয়েছে। এ
অবস্থায় দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী পরমাণু বোমা এবং দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখতে পিয়ংইয়ং বাধ্য নয়। 
দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং হয়ত তৃতীয় পরমাণ বোমা বা নতুন করে দীর্ঘ পাল্লার কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে।
এর আগে উত্তর কোরিয়া বলেছিল, রকেট উৎক্ষেপণের মধ্যদিয়ে পিয়ংইয়ং কোনো ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়নি বরং উপগ্রহ ছোঁড়ার চেষ্টা করেছে। ফলে গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনের সঙ্গে খাদ্য সহায়তার বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তৎপরতা এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ রাখার যে চুক্তি করেছিল তা লংঘিত হয়নি।
এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং চীনসহ অন্যান্য দেশ গত শুক্রবারের ব্যর্থ রকেট উৎক্ষেপণের যে নিন্দা জানিয়েছে পিয়ংইয়ং তা প্রত্যাখ্যান করেছে। 
জাপানি দৈনিক ইউমিইউরি শিম্বুন দাবি করেছে, শরণার্থী প্রত্যাবসনের বিষয়ে পিয়ংইয়ং-এর সঙ্গে এর আগে যে চুক্তি হয়েছিল রকেট উৎক্ষেপণ নিয়ে কোনো পরামর্শ না করায় তা বাতিল করে দিয়েছে বেইজিং। কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে ধৈর্য বজায় রাখার আহবান জানিয়েছেন।

No comments:

Post a Comment