প্রতিদিন ২৪ ডেস্ক
আফগানিস্তানের
রাজধানী কাবুলে, সন্দেভাজন
তালেবান জঙ্গীরা দূতাবাস, সংসদ
ভবন এবং কয়েকটি সরকারি দপ্তরসহ মোট সাতটি লক্ষ্যবস্তুর ওপর একসাথে এই হামলা
চালিয়েছে।
বিবিসি সাংবাদিকরা খবর দিচ্ছেন, এসব জায়গা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া কড়া
নিরাপত্তার মধ্যে থাকা দূতাবাস এলাকাতেও গোলাগুলি হয়েছে বলে জানা যাচ্ছে।
শহরের ওয়াজির আকবর খান এলাকায় সাইরেন বাজার শব্দ শোনা গেছে
এবং লোকজনকে প্রণাভয়ে ছুটোছুটি করতে দেখা গেছে।
কাবুল শহরের পশ্চিম দিকে সংসদ ভবন থেকেও বিস্ফোরণের শব্দ
শোনা যায়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, বেশ ক’জন আত্মঘাতী হামলাকারী
শহরের নতুন একটি হোটেল, যার নাম কাবুল স্টার, তার ভেতর ঢুকে পাশের সংসদ ভবনের দিকে গুলি ছোঁড়ে।
বিবিসির কাবুল অফিস থেকে সংবাদদাতা বিলাল সারওয়ারি
জানাচ্ছেন,
সংসদ ভবন এবং কাছাকাছি রুশ
দূতাবাসেরও ওপর রকেটও ছোঁড়া হয়।
পাশের জার্মান দূতাবাস থেকেও ধোঁয়ার কুন্ডলি উঠতে দেখা
গেছে। হামলা হয়েছে ব্রিটিশ দূতাবাসের ওপর।
হামলার শুরু হওয়ার পর মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের
আত্মরক্ষার জন্য সাবধান করতে সাইরেন বাজানো হয়। মার্কিন কর্মকর্তারা বলছেন, পুরো দূতাবাসটি বন্ধ করে দেয়া হয়েছে।
হামলা হয়েছে কাবুলের বাইরেও
উত্তরাঞ্চলীয় শহর জালালাবাদ
থেকেও আত্মঘাতি হামলার খবর পাওয়া গেছে। হামলার কারণে শহরের কেন্দ্রে মানুষ ও যান
চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসির সংবাদদাতা বিলাল সারওয়ারি জানাচ্ছেন, জালালাবাদ বিমানবন্দরের ওপরও আত্মঘাতী হামলা হয়েছে।
জালালাবাদে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচিতে কাজ করেন
আব্দুল হাদি নামে এক ব্যক্তি। তিনি বিবিসিকে জানিয়েছেন, সেখানে মার্কিন বিমান ঘাঁটি থেকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ
শোনা গেছে।
জালালাবাদ ছাড়াও হামলাকারীরার লোগার প্রদেশের পুল-এ-আলম
শহরের এক সরকারি ভবন দখল করেছে।
পাকতিয়া প্রদেশের শহর গারদেযেও আরেকটি সরকারি অফিস দখল
হয়েছে বলে জানা যাচ্ছে।
No comments:
Post a Comment