জাতিসংঘ-আরব লীগ নিযুক্ত বিশেষ দূত কফি আনানের আনা যুদ্ধবিরতি
প্রস্তাবে সম্মত হয়েছে সিরিয়া। এরই মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্তটি কার্যকর করা
হয়েছে সেখানে। তবে, পশ্চিমা
রাষ্ট্রগুলো সিরিয়ার এ পদক্ষেপ নিয়ে সন্দিহান। কারণ সিদ্ধান্তটি বাস্তবায়িত হলেও,
সিরীয় সরকার কতদিন পর্যন্ত তাদের এ মনোভাব
বজায় রাখতে পারবে তা
নিয়ে জনসমক্ষেই পশ্চিমা দেশগুলো প্রশ্ন তুলেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে
জাতিসংঘের বেঁধে দেয়া যুদ্ধবিরতি প্রস্তাবের চূড়ান্ত মুহূর্তে সিরিয়া এ প্রস্তাব
কার্যকর করলো। সিরিয়ার সরকারি বিবৃতিতে বলা হয়েছে, দেশটি
যুদ্ধবিরতির সকল নীতি অনুসরণ করবে। তবে প্রতি-আক্রমণের অধিকার কার্যকর রাখতে চায় দেশটি।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত কোন সহিংসতার খবর পাওয়া যায়নি।
No comments:
Post a Comment