ইরানের প্রেসিডেন্ট বলেছেন, পূর্ব ব্লক- বিশেষ করে চীন ও রাশিয়ার ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে
পাশ্চাত্য আফগানিস্তান দখল করেছে। মাহমুদ আহমাদিনেজাদ আজ (বৃহস্পতিবার) ইরানের দক্ষিণাঞ্চলীয়
হোরমুজগান প্রদেশের 'বান্দার জাস্ক' শহরে এক বিশাল জনসমাবেশে আরো বলেছেন, আফিগানিস্তান
দখলে রাখার
অজুহাত হিসেবে দেশটিতে নিরাপত্তা প্রতিষ্ঠার যে বুলি আওড়ানো হয় তা ডাহা
মিথ্যা।২০০১ সালে ইঙ্গো-মার্কিন বাহিনী আফগানিস্তান দখল করে ততকালীন তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে। তারপর বিগত প্রায় ১১ বছর ধরে দেশটিতে লক্ষাধিক বিদেশি সেনা মোতায়েন থাকা সত্ত্বেও প্রতিনিয়ত নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।
প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ায় যুদ্ধ ও সহিংসতা উস্কে দিয়ে যুক্তরাষ্ট্র এসব অঞ্চলের দেশগুলোর কাছে চড়া দামে অস্ত্র বিক্রি করছে।
ইরানের প্রেসিডেন্ট হরমুজগান প্রদেশের মিনাব শহরে আলাদা এক ভাষণে বলেছেন, তার দেশ কোন অবস্থায়ই নিজের ন্যায়সঙ্গত অধিকারের ব্যাপারে ছাড় দেবে না। ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে তেহরানের আসন্ন আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেছেন, বলদর্পী শক্তিগুলোর এ কথা মনে রাখা উচিত যে, ইরানি জনগণ যে কোন মূল্যে নিজেদের ন্যায়সঙ্গত অধিকার রক্ষা করবে। পশ্চিমা দেশগুলো নিজেদের অতীত ভুলের পুনরাবৃত্তি করবে না বলে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ আশা প্রকাশ করেছেন।
No comments:
Post a Comment