সিরিয়া বিষয়ে জাতিসংঘ ও আরব-লিগের বিশেষ দূত কফি আনান আবারও হুঁশিয়ারি
উচ্চারণ করে বলেছেন, সামরিক উপায়ে
সিরিয় সংকটের সমাধান করা যাবে না। তিনি আজ তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলী
আকবর সালেহির সঙ্গে এক যৌথ সংবাদ-সম্মেলনে এ মন্তব্য করেছেন। তিনি বলেছেন,
"এ ব্যাপারে
আমার বক্তব্য স্পষ্ট। সিরিয় পরিস্থিতির যে কোনো
সামরিকায়ন হবে ধ্বংসাত্মক।"কফি আনান তার শান্তি পরিকল্পনার প্রতি ইরানের সমর্থনকে স্বাগত: জানিয়ে বলেছেন, সিরিয়ায় সহিংসতা বন্ধের উপায় খুঁজে বের করা এবং সেখানকার জনগণের কাছে মানবিক সাহায্য পাঠানো খুবই জরুরি। তিনি সিরিয়া বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার আলোচনাকে গঠনমূলক বলে মন্তব্য করেন এবং উভয়-পক্ষই সিরিয় সংকটের শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে একমত বলে জানান। আনান সশস্ত্র হামলা বন্ধ করতে সিরিয়ার সরকার বিরোধীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেছেন, "সব পক্ষেরই উচিত যুদ্ধ বিরতি মেনে চলা।"তার উত্থাপিত ছয়-দফা শান্তি পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করা হলে আনান বলেন, সিরিয়ার সরকার ও বিরোধী পক্ষ যেসব বিষয়ে একমত হয়েছে সেসবই বেসামরিক পন্থা-ভিত্তিক। সিরিয়ার জনগণের জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে সেখানকার সামরিক সংঘাতের যথাসম্ভব দ্রুত অবসান ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। সিরিয়ার কৌশলগত অবস্থানের দিকে ইঙ্গিত করে আনান হুশিয়ারী উচ্চারণ করে বলেছেন, যে কোনো ধরনের ভুল হিসাব-নিকাশ এ অঞ্চল ও মধ্যপ্রাচ্যের জন্য বিরূপ প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তেহরান আনানের ছয়-দফা শান্তি পরিকল্পনা মেনে নেবে যদি তাতে সিরিয় প্রেসিডেন্ট বাশার আসাদের সংস্কার কর্মসূচিগুলোকে মেনে নেয়া হয়। আনান সিরিয় সমস্যা সুষ্ঠুভাবে সমাধান করতে সক্ষম হবেন বলে তিনি আশা প্রকাশ করেন। সালেহি আবারও জানান, তেহরান সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপের বিরোধী এবং দেশটিতে যে কোনো পরিবর্তন সিরিয়ার সরকারের মাধ্যমেই আনতে হবে।
সিরিয়ায় ২০১১ সালের মার্চ মাসের মাঝামাঝি সময় থেকে শুরু হওয়া সহিংসতায় এ পর্যন্ত বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর বহু সদস্যসহ হাজার হাজার মানুষ নিহত হয়েছে। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীরা এ সব হত্যাকাণ্ডের জন্য বাশার আসাদ সরকারকে দায়ী করছে। তবে দামেস্ক বলছে,বিদেশী মদদপুষ্ট দুর্বৃত্তরা দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।
সিরিয়ার সহিংসতা বন্ধের জন্য জাতিসংঘ ও আরব লীগের বিশেষ প্রতিনিধি কফি আনান গত ১০মার্চ দামেস্কে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে সাক্ষাত করে ছয়দফা বিশিষ্ট শান্তি পরিকল্পনা তুলে ধরেন। প্রেসিডেন্ট আসাদ ওই পরিকল্পনা মেনে নিলেও পশ্চিমা ও আরব দেশগুলোর সমর্থনপুষ্ট বিদ্রোহীরা তা মেনে নেয়া দূরে থাক, আনানের সঙ্গে সাক্ষাতই করেনি। এ ছাড়া, মিস্টার আনানের পরিকল্পনাকে পাশ কাটিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও কয়েকটি আরব দেশ সিরিয়ার বিদ্রোহীদের ১০ কোটি ডলার সাহায্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
No comments:
Post a Comment