ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের উপকূলে দু'দফা শক্তিশালী ভূমিকম্প হওয়ার পর
সুনামির যে সতর্কতা জারি করা হয়েছিল তা পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। প্যাসিফিক
সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ওই ভূমিকম্পের ফলে সুনামির
আর
কোন আশঙ্কা নেই, কাজেই কোন দেশকে আর সতর্কতা অবলম্বন
করতে হবে না। এর আগে ওই কেন্দ্র ইন্দোনেশিয়া ও ভারতসহ ২৬টি দেশের জন্য সুনামির
সতর্কতা জারি করেছিল। আচেহ উপকূলে ৮.৬ মাত্রার ভূমিকম্প হওয়ার পরিপ্রেক্ষিতে সুনামির সতর্কতা জারির কয়েক ঘন্টা পর একই এলাকায় ৮.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্প ৮.৯ মাত্রার ছিল বলে প্রাথমিকভাবে ঘোষণা করা হলেও পরে তা ৮.৬ মাত্রার ছিল বলে জানানো হয়। আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহ থেকে ৪৯৫ কিলোমিটার দূরে সাগরের ৩৩ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল।
ভূমিকম্পের তীব্রতা এত বেশি ছিল যে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, বাংলাদেশ এবং ভারতেও তা অনুভূত হয় এবং এ সব দেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত লোকজন ঘর-বাড়ি ও অফিস-আদালত থেকে বেরিয়ে রাস্তায় নেমে আসেন। বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে মৃদু ভূমিকম্প হয়েছে। আজ (বুধবার) স্থানীয় সময় দুপুর ২টা ৪৪ ও ৪৭ মিনিটে দু'দফায় এই কম্পন অনুভূত হয়। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গেও এ কম্পন অনুভূত হয়েছে। তবে কোথাও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে একজন সংবাদদাতা জানিয়েছেন, সেখানে টানা পাঁচ মিনিট ধরে ভূকম্পন অনুভূত হয়েছে। আচেহ থেকে সংবাদদাতারা জানিয়েছেন, সেখানকার বহু মানুষ ঘর-বাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু এলাকায় আশ্রয় নিয়েছিল।
ভারত মহাসাগরীয় অঞ্চলে মাঝেমধ্যেই ভূমিকম্প হচ্ছে। ২০০৪ সালে ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এক লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছিল।
No comments:
Post a Comment