Wednesday, April 11, 2012

'পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের ছবি তুলেছে ইরানি ড্রোন'


পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজের তৎপরতার ছবি তুলেছে ইরানি গোয়েন্দা ড্রোন। ইরানের খাতামুল আম্বিয়া বিমান ঘাঁটির শীর্ষ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ ইসমাইলি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, সম্প্রতি ইরানের স্টিলথ ড্রোন পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেছে এবং ছবি তুলেছে। ইরানের সামরিক বাহিনী ও বিপ্লবী গার্ড বাহিনী এ ড্রোন পরিচালনা করে থাকে এবং তা রিমোর্ট নিয়ন্ত্রিত বলে জানিয়েছেন কমান্ডার ইসমাইলি। 

মার্কিন ড্রোন ইরানের পরমাণু স্থাপনার ছবি তুলেছে বলে সম্প্রতি ওয়াশিংটন পোস্টে যে খবর বের হয়েছে তা নাকচ করে দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইলি। তিনি বলেন, প্রকৃতপক্ষে এ ধরনের ছবি তুলেছে ইরানের গোয়েন্দা ড্রোন; মার্কিন ড্রোন নয়। জেনারেল ইসমাইল জোর দিয়ে বলেন, "ইরানের আকাশসীমা লংঘন করার মতো ক্ষমতা কোনো বিমানের নেই। যদি কোনো বিমান এ ধরনের দুঃসাহস দেখায় তাহলে তার পরিণতি হবে নিশ্চিত ধ্বংস এবং সে ধ্বংসাবশেষ জনসমক্ষে প্রদর্শন করা হবে।" 
গত ডিসেম্বরে ইরানের আকাশসীমায় ঢোকার পর মার্কিন আরকিউ-১৭০ ড্রোন ভূপাতিত করার কথা উল্লেখ করে জেনারেল ইসমাইলি আরো বলেছেন, ওই সময় সামান্য ক্ষয়ক্ষতির মধ্যদিয়ে ইরানের ইলেক্ট্রনিক যুদ্ধ ইউনিট ড্রোনটি ভূপাতিত করতে সক্ষম হয়।

No comments:

Post a Comment