প্রতিদিন ২৪ ডেস্ক
ইয়েমেনে আমেনিকান ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায়
কমপক্ষে ২৪ জন নিহত হয়েছে। ইয়েমেনের পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছে। নিহতরা সন্দেহভাজন আলকায়েদা গেরিলা সদস্য বলে ধারণা
করা হচ্ছে।
এএফপি জানায়, গেরিলারা গাড়িতে করে শাবওয়া থেকে প্রতিবেশী মারিব প্রদেশে যাওয়ার
সময় ড্রোন হামলা চালানো হলে গাড়িতে অবস্থানরত সব গেরিলা সদস্য নিহত হয়। নিহতদের মধ্যে পাঁচজন ইয়েমেনি এবং অন্যরা আরব নাগরিক
বলেও নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি।
সম্প্রতি ইয়েমেনের ওপর মার্কিন
বাহিনীর অবৈধ ড্রোন হামলা বেড়ে গেছে। আমেরিকা এবং পশ্চিমা প্রভাবিত গণমাধ্যমগুলো এসব হামলায় নিহত
সদস্যদের আল কায়েদা গেরিলা বলে চিহ্নিত করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকান হামলার বৈধতা আদায়ের জন্য ইয়েমেনের এসব নাগরিককে আল কায়েদা
বলে চিহ্নিত করা হচ্ছে। আর আন্তর্জাতিক বহু গণমাধ্যম
আমেরিকান এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছে। সূত্র: রেডিও তেহরান
No comments:
Post a Comment