Sunday, April 8, 2012

ইসলামাবাদ সফরে যাওয়ার আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী


প্রতিদিন ২৪ ডেস্ক
আন্তর্জাতিক Top 2পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির আমন্ত্রণে সুবিধামতো সময়ে ইসলামাবাদ সফরে যাওয়ার আশা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং 

রোববার ভারত সফররত জারদারির সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের আগে এক বৈঠকে এ আশাবাদ জানান
মনমোহন 

একদিনের ব্যক্তিগত সফরে ভারত যান জারদারিমনমোহনের নিমন্ত্রণে প্রধানমন্ত্রী ভবনে এ মধ্যাহ্নভোজে যোগ দেন তিনি 

সেখানেই বৈঠক করেন দু নেতাবৈঠকের ব্যাপারে বিস্তারিত কিছু না জানিয়ে দুজন বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছেঅনেক বিষয় নিয়েই তারা আলোচনা করেছেন 

আর সুবিধামতো সময়ে প্রথম পাকিস্তান সফরে যাওয়ার আশা করছেন বলে জানান মনমোহনওদিকে, জারদারিও বলেন, তারা দুজন খুব শিগগিরই পাকিস্তানের মাটিতে দেখা করার আশা করছেন 

জারদারি বলেন, “ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় পাকিস্তানযে বিষয়গুলো নিয়ে কথা বলা উচিত সে সব বিষয় নিয়েই আমাদের মধ্যে আলোচনা হয়েছে 

তার কথার রেশ ধরে মনমোহনও বলেন, ভারত-পাকিস্তানের সম্পর্ক স্বাভাবিক হওয়া উচিতদুপক্ষই তা চায়দু দেশের মধ্যে বহু ইস্যু আছে এবং দুপক্ষই সেগুলোর কৌশলী ও প্রায়োগিক সমাধান খুঁজে পেতে আগ্রহীজারদারির সঙ্গে সঙ্গে এ কথাই সবাইকে জানাতে চান তিনি  

বৈঠকে মনমোহন সন্ত্রাসবাদ রুখে দাঁড়ানোর বিষয়টি জারদারিকে স্মরণ করিয়ে দেনএছাড়া, ২০০৮ সালের নভেম্বরে মুম্বাই হামলার হোতা হাফিজ সাঈদকে নিয়েও দু নেতা আলোচনা করেছেন বলে জানিয়েছেন ভারতীয় এক কর্মকর্তা 

রোববার দুপুরে জারদারিকে বহন করা বিশেষ একটি বিমান দিল্লির পালাম বিমান ঘাঁটিতে নামেবিমানন্দরে তাকে স্বাগত জানান ভারতের পার্লামেন্ট বিষয়ক মন্ত্রী পবন কুমার বংশাল 

এরপর তিনি ৭ রেসকোর্স রোডে মনমোহন সিংয়ের বাসভবনে যানপ্রেসিডেন্ট হিসেবে এটাই জারদারির প্রথম ভারত সফর 

এনডিটিভি জানিয়েছে, মধ্যাহ্নভোজে কংগ্রেস পার্টির নেতা সোনিয়া গান্ধীর যোগ দেওয়ার কথা থাকলেও তিনি উপস্থিত ছিলেন না 

আসিফ আলি জারদারির ৪০জন সফর সঙ্গীর মধ্যে ছেলে বিলাওয়াল ভুট্টো ছাড়াও তার পরিবারের অন্তত ১৩ সদস্য রয়েছেন বলে এনডিটিভির এক খবরে বলা হয়েছে 

এ সময় তার পাশে ছেলে বিলাওয়াল ভুট্টো ছিল 


ভারতের আজমিরে খাজা মইনুদ্দিন চিশতির মাজার জিয়ারত করাই জারদারির এ সফরের মূল উদ্দেশ্যেমনমোহনের সঙ্গে মধ্যাহ্নভোজের পর আজমিরে যাওয়ার কথা জারদারিরএরপরে সন্ধ্যায় ইসলামাবাদের উদ্দেশ্যে ভারত ত্যাগ করবেন তিনি 

গত সাত বছরের মধ্যে এটাই পাকিস্তানি কোনো রাষ্ট্র প্রধানের প্রথম ভারত সফর২০০৫ সালে সর্বশেষ বেনজির ভুট্টোর সঙ্গে আজমির শরীফ জিয়ারত করতে ভারতে যান আসিফ আলি জারদারিএকই বছর পাকিস্তানি রাষ্ট্রপ্রধান হিসেবে সর্বশেষ ভারত সফরে যান পারভেজ মুশাররফ 

২০০৮ সালে মুম্বাই হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার চলমান শান্তি আলোচনা বন্ধ হয়ে যায়তবে স¤প্রতি দু দেশের সম্পর্কে কিছুটা উন্নতি হয়েছে 

পাকিস্তান স¤প্রতি ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা তুলে নিয়েছেএছাড়া ভারত থেকে আমদানি নিষিদ্ধ পণ্যের তালিকাও ছোট করছে জারদারি সরকার 

তবে দু দেশের মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল কাশ্মির ও ভারতের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের তৎপরতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে বিরোধ এখনও রয়ে গেছে ইয়েমেনে আমেনিকান ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেইয়েমেনের পূর্বাঞ্চলীয় শাবওয়া প্রদেশে এ হামলার ঘটনা ঘটেছেনিহতরা সন্দেহভাজন আলকায়েদা গেরিলা সদস্য বলে ধারণা করা হচ্ছে

এএফপি জানায়, গেরিলারা গাড়িতে করে শাবওয়া থেকে প্রতিবেশী মারিব প্রদেশে যাওয়ার সময় ড্রোন হামলা চালানো হলে গাড়িতে অবস্থানরত সব গেরিলা সদস্য নিহত হয়নিহতদের মধ্যে পাঁচজন ইয়েমেনি এবং অন্যরা আরব নাগরিক বলেও নিশ্চিত করেছে বার্তা সংস্থাটি

সম্প্রতি ইয়েমেনের ওপর মার্কিন বাহিনীর অবৈধ ড্রোন হামলা বেড়ে গেছেআমেরিকা এবং পশ্চিমা প্রভাবিত গণমাধ্যমগুলো এসব হামলায় নিহত সদস্যদের আল কায়েদা গেরিলা বলে চিহ্নিত করছে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমেরিকান হামলার বৈধতা আদায়ের জন্য ইয়েমেনের এসব নাগরিককে আল কায়েদা বলে চিহ্নিত করা হচ্ছেআর আন্তর্জাতিক বহু গণমাধ্যম আমেরিকান এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করছেসূত্র: রেডিও তেহরান

No comments:

Post a Comment