Monday, April 16, 2012

সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দিতে আবারো ম্যাককেইনের আহ্বান


সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দিতে আবারো আহ্বান জানিয়েছেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন ম্যাককেইন। সিরিয়ায় যখন এক বছরেরও বেশি সময় ধরে চলে আসা সহিংসতা বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তখন ম্যাককেইন এ
আহ্বান জানালেন। দেশটিতে গত ১২ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 
ম্যাককেইন বলেছেন, "সিরিয়ার জনগণ মার্কিন নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। তবে, প্রাণঘাতী নয় -এমন যেসব যুদ্ধসামগ্রী আমরা দিচ্ছি তা সিরিয় বাহিনীর ট্যাঙ্ক ও গোলার বিরুদ্ধে তেমন কোনো কাজ করবে না।" বিদ্রোহীদের জন্য নিরাপদ আশ্রয় গঠন করা দরকার বলেও তিনি উল্লেখ করেছেন। ম্যাককেইন আরো বলেছেন, সিরিয়ার বিদ্রোহীদেরকে শিগগিরি অস্ত্র দেয়া দরকার এবং এ জন্য নানা পথ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। মার্কিন এ সিনেটর বলেন, আমরা লিবিয়া ও আফগানিস্তানের গেরিলাদেরকে এর আগে অস্ত্র দিয়েছি। একইভাবে সিরিয়ার গেরিলাদেরকে অস্ত্র দেয়া সম্ভব। 
ম্যাককেইন এই প্রথম সিরিয়ার গেরিলাদেরকে অস্ত্র দেয়ার কথা বলেননি। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ম্যাককেইন বলেছিলেন, সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র দেয়ার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া উচিত। তুরস্ক থেকে ফিরে জন ম্যাককেইন সিরিয়ার বিদ্রোহীদেরকে অস্ত্র দেয়ার আহ্বান জানিয়েছেন। তুরস্ক সফরের সময় তিনি কথিত 'ফ্রি সিরিয়ান আর্মি' নামে বিদ্রোহী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে বৈঠক করেন।

No comments:

Post a Comment