Sunday, April 8, 2012

মিশরে প্রেসিডেন্ট নির্বাচন : বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করল ব্রাদারহুড



9 April : মিশরে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য বিকল্প প্রার্থীর নাম ঘোষণা করেছে মুসলিম ব্রাদারহুড। দেশটির নির্বাচন কমিশন কোনো কারণে মূল প্রার্থীকে নির্বাচনের জন্য অযোগ্য ঘোষণা করলে দলটি বিকল্প প্রার্থীকে ব্যবহার করবে। 
মিশরের সবচেয়ে প্রভাবশালী ও সংগঠিত রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুড আজ (রোববার) জানিয়েছে
, দলের চেয়ারম্যান মোহাম্মাদ মোরসি হবেন প্রেসিডেন্ট নির্বাচনে বিকল্প প্রার্থী। 

এর আগে
, মুসলিম ব্রাদারহুড প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলের নীতিনির্ধারণী বিভাগের প্রধান খাইরাত আল-শাতিরকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন লাভের পর খাইরাত শাতির জানিয়েছেন, নির্বাচিত হলে দেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠাই হবে তার প্রথম এবং চূড়ান্ত লক্ষ্য। 
নির্বাচনের জন্য নিবন্ধন করার সময় হাজার হাজার সমর্থক তার সঙ্গে ছিলেন। এ ছাড়া
, লাখ লাখ মিশরীয় ভোটার ৬১ বছর বয়সী খাইরাত শাতিরের প্রতি সমর্থন দেয়া অব্যাহত রেখেছে। তবে, আশঙ্কা করা হচ্ছে- মিশরের ক্ষমতাসীন সর্বোচ্চ সামরিক পরিষদ কোনো না কোনো অজুহাতে নির্বাচন কমিশনের ওপর চাপ সৃষ্টি করে খাইরাত শাতিরের প্রার্থীতা বাতিল করতে পারে। অবস্থা এমন হলে যাতে নির্বাচনে অংশ নেয়া থেকে ব্রাদারহুডকে বিরত থাকতে না হয় সেজন্য মোরসিকে বিকল্প প্রার্থী করা হলো।
আগামী ২৩ ও ২৪ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

No comments:

Post a Comment