Sunday, April 8, 2012

ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো নিয়ে শ্রীলংকার উদ্বেগ


0,,3151594_4,00.jpg (330×244)9 April: দক্ষিণ ভারতের পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলংকা। শ্রীলংকার বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী চাম্পিকা রানাওয়াকা আজ বলেছেন, আগামী সেপ্টেম্বরে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আই.এ.ই.এর বৈঠকে কলম্বোর উদ্বেগের বিষয়টি তোলা হবে। এসব বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে শ্রীলংকার
কাছাকাছি অবস্থিত কোনো পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ঘটলে তার ধকল শ্রীলংকাকে পোহাতে হবে বলে উল্লেখ করেছেন তিনি। 
রানাওয়াকা আরো জানান
, এরই মধ্যে এ বিষয়টি ভারতকে অবহিত করা হয়েছে এবং কোনো পরমাণু বিপর্যয় ঘটলে তা কি করে সামাল দিতে হবে সে বিষয়ে আলোচনার আহবান জানিয়েছে। এ ধরণের কোনো বিপর্যয় ঘটলে শেষ পর্যন্ত তাতে শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় শহর মাননারের ওপর নিয়েই সবচেয়ে বেশি ধকল যাবে। রানাওয়াকা বলেন,পরমাণু বিপর্যয় ব্যবস্থাপনার বিষয়ে ভারতের সঙ্গে শ্রীলংকা একটি চুক্তিতে পৌছাতে চাইছে এবং ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে
ছোট একটি সাগর প্রণালী শ্রীলংকাকে দক্ষিণ ভারত থেকে আলাদা করে রেখেছে।

No comments:

Post a Comment