Saturday, April 14, 2012

রোববার টর্নেডো আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের ওকালাহোমা ও ক্যানসাসে

১৪ এপ্রিল(রেডিও তেহরান): যুক্তরাষ্ট্রের ক্যানসাস এবং ওকালাহোমায় আগামীকাল (রোববার) মারাত্মক টর্নেডো আঘাত হানতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। মার্চ মাসের গোড়ার দিকে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলীয় এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোন কোন অঙ্গরাজ্যের আবহাওয়ার অবস্থা যেমন হয়েছিলো রোববার ওকালহোমার পরিস্থিতিও অনুরূপ হবে বলে জানিয়েছে একজন আবহাওয়া বিশেষজ্ঞ। 
অবশ্য এরইমধ্যে ওকলাহোমায় এক দফা  টর্নেডো আঘাত হেনেছে। গতকাল (শুক্রবার) স্থানীয় সময় বিকাল চারটায় এ অঙ্গরাজ্যের নরম্যান শহরে এ টর্নেডো আঘাত হানে। নরম্যান শহরের যে এলাকায় জাতীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র অবস্থিত তার কাছেই আঘাত হানে এ  টর্নেডো।  টর্নেডোর আঘাতে অনেক ভবনের ছাদ উড়ে গেছে, বিদ্যুতের তার ছিড়ে গেছে এবং গাছ-পালা উপড়ে পড়েছে। এ শহরের যে সব ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে শহরটির টাউন হলও রয়েছে বলে টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে। ওকালাহোমা বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন,  টর্নেডোর সময় স্থানীয় অধিবাসীদের ভূ-গর্ভস্থ কক্ষ বা নীচ তলায় আশ্রয় নিতে বলা হয়েছে। 
মার্চের গোড়ার দিকে ওই সব অঙ্গরাজ্যে  টর্নেডোয় ৫৭ জনেরও বেশি নিহত হয়েছিল। চলতি বছর যুক্তরাষ্ট্রে  টর্নেডো মওসুম আগে শুরু হয়েছে এবং ২০১১ সালের মতো মারাত্মক  টর্নেডো আঘাত হানতে পারে বলে অনেকেই আশংকা করেছেন। গত বছরের  টর্নেডোতে সাড়ে পাঁচশ' ব্যক্তি মারা গিয়েছিলো। 
এ ছাড়া, চলতি বছর এরইমধ্যে  টর্নেডোতে আড়াইশ'কোটি ডলারেরও বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছে মার্কিন বীমা কোম্পানিগুলো।

No comments:

Post a Comment