প্রতিদিন ২৪ ডেস্ক
০৯
এপ্রিল : নাইজেরিয়ার
উত্তরাঞ্চলীয়
কাদুনা শহরে একটি গাড়ি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। এতে বহু
মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ খবর দিয়ে
অনলাইন বিবিসি জানিয়েছে, কারণ, গতকাল ছিল খ্রিষ্টানদের বিশেষ দিন ‘ইস্টার সানডে’।
এদিন একটি
গাড়িকে গির্জায় প্রবেশে বাধা দেন কর্মকর্তারা। এ ঘটনার মাত্র কয়েক ঘন্টা
পর বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে কেন্দ্রীয় জস শহর। এখনও পর্যন্ত কোন সংগঠন এ হামলার
দায় স্বীকার করেনি। তবে, কট্টরপন্থি জঙ্গি সংগঠন বোকো হারাম এ বোমা হামলার সঙ্গে
জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। আর, এর আগে বোকো হারাম বিশেষ এ দিনটিতে হামলার হুমকি
দিয়েছিল। এ ঘটনার পর নাইজেরিয়ায় নতুন করে মুসলমান ও খ্রিষ্টানদের মধ্যে বিরোধ চরম
আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
No comments:
Post a Comment