Sunday, April 8, 2012

রাত্রিকালীন অভিযানের ব্যাপারে আমেরিকা-আফগান সমঝোতা


প্রতিদিন ২৪ ডেস্ক
বিতর্কিত রাত্রিকালীন অভিযানের নিয়ন্ত্রণ আমেরিকান সেনা বাহিনীর কাছে থেকে আফগান সেনাদের হাতে নেওয়ার ব্যাপারে আফগানিস্তান সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে


আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের মাটিতে বিশেষ অভিযানের আফগানিকরণেরব্যাপারে একটি সমঝোতা স্মারক রোববার দিনের শেষে সই হবেএতে সই করবেন আফগান প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল রহিম ওয়ারদাক এবং ন্যাটো বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জন অ্যালেন

অবশ্য সমঝোতার ব্যাপারে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নিতবে সমঝোতা স্মারকটি আফগান গ্রামাঞ্চলে আকস্মিক হামলার অভিযান এবং রাত্রিকালীন অভিযানের ব্যাপারে প্রয়োগ হবেপর্যবেক্ষকরা বলছেন, এই সমঝোতা চুক্তির মাধ্যমে রাত্রিকালীন অভিযানের নেতৃত্ব আফগান সেনারা পাবে

রাত্রিকালীন অভিযান সব সময়ই বিতর্কিত ছিলএ বিষয়টি নিয়ে আফগান সরকার এবং যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর মধ্যে টানাপড়েন বহুদিন থেকেই চলছে

এর আগে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই আন্তর্জাতিক সব রাত্রিকালীন অভিযান বন্ধের দাবি জানিয়েছিলেনতিনি বলেছিলেন, বিদেশি সেনারা যখন এ ধরনের অভিযান চালায় তখন তা অনেক সময় উসকানিমূলক হয়ে থাকে

তবে মার্কিন সেনা বাহিনীর দাবি, এ ধরনের অভিযান তালেবান কমান্ডারদের ধরার মোক্ষম কৌশলনাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় শহর কাদুনাতে রোববার একটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১৮ জন নিহত হয়েছে

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বোমাটি মূল রাস্তায় বিস্ফোরণস্থলের কাছে একটি রেস্টুরেন্ট, একটি হোটেল এবং কমপক্ষে একটি গির্জা রয়েছেবিস্ফোরণে আশপাশের ভবনগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

বিস্ফোরণের এলাকাটিতে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় সংঘাত চলছেগত কয়েক বছরে এ ধরনের সংঘাতে শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হয়

নিহতদের বেশিরভাগই মটরসাইকেল ও ট্যাক্সি চালক এবং রাস্তার ভিক্ষুক বলে জানা গেছে

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় ধ্বংসাবশেষগুলো ছিটকে কয়েক ডজন মিটার দূরে গিয়ে পড়ে

এখনো পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনিতবে স্থানীয় কট্টরপন্থী ইসলামি সংগঠন বোকো হারামকে সন্দেহ করা হচ্ছে

No comments:

Post a Comment