তুরস্কের
জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী তানের ইয়েলজিদ জানিয়েছেন, তার দেশ পরমাণু
বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করবে।
আজ
(শুক্রবার) রাজধানী আংকারায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পরমাণু বিদ্যুৎকেন্দ্র
স্থাপনের বিষয়ে তুরস্ক যে সব দেশের সঙ্গে আলোচনা করবে তার মধ্যে রয়েছে জাপান,
দক্ষিণ কোরিয়া ও চীন। এ বিষয়ে বিশদ আলোচনার জন্য তুর্কি জ্বালানি ও প্রাকৃতিক
সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের আগামী সপ্তাহে চীন সফরে যাওয়ার কথা রয়েছে বলে
তিনি জানান।
তুরস্ক
আগামী দশকের মধ্যে দু'টি পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা করেছে।
তুরস্কের ক্ষুদ্র শহর আক্কুয়ু'তে পরমাণু বিদ্যুৎকেন্দ্র বসানোর জন্য ২০১০ সালে
রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে আংকারা। এ প্রকল্প প্রায় দুই হাজার কোটি ডলার সমপরিমাণ
অর্থ ব্যয় হবে। ২০১৩ সালে এ প্রকল্পের কাজ শুরু হওয়ার কথা রয়েছে এবং কেন্দ্রটি
২০১৮ সালে বিদ্যুৎ উৎপাদন করবে বলে মনে করা হচ্ছে।
কৃষ্ণ
সাগর তীরবর্তী প্রদেশ সিনোপে দ্বিতীয় পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য জাপানের
সঙ্গে আলোচনা শুরু করেছিল তুরস্ক। কিন্তু গত বছরের মার্চে জাপানে প্রচণ্ড
ভূমিকম্পের পর এ আলোচনা বন্ধ হয়ে যায়।
No comments:
Post a Comment