নরওয়ে গণহত্যাযজ্ঞের দায়ে অভিযুক্ত আন্দ্রেস
বেহরিং ব্রেইভিকের বিচার শুরু হচ্ছে আজ। ৭৭ জনকে নৃশংসভাবে হত্যা ও বোমা
বিস্ফোরণের দায়ে রাজধানী অসলোর একটি আদালতে আজ স্থানীয় সময় সকাল ৯টায় বিচার শুরু
হবে ব্রেইভিকের। ৮ জনকে গাড়িবোমা হামলার মাধ্যমে ও বাকিদের একটি ক্যাম্পে হত্যা
করে সে। নিহতদের মধ্যে বেশিরভাগই
ছিল কিশোর বয়সী। ব্রেইভিক হত্যার দায় স্বীকার
করলেও নিজেকে অপরাধী ভাবতে রাজি নয়। এ খবর দিয়ে অনলাইন বিবিসি জানিয়েছে, আদালতে
ব্রেইভিক মানসিকভাবে অসুস্থ প্রমাণিত হলে তাকে মানসিক পুনর্বাসন কেন্দ্রে পাঠানো
হবে। অন্যদিক সুস্থ প্রমাণিত হলে তাকে কারাগারে পাঠানো হবে। এদিকে দোষী সাব্যস্ত
হলে ব্রেইভিককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।
No comments:
Post a Comment