মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ১০ প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী খাইরাত আল-শাতির, হোসনি মুবারকের সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল ওমর সুলায়মান এবং সালাফিপন্থী আন-নূর দলের হাজেম আবু ইসমাইল। মিশরের সুপ্রিম প্রেসিডেন্সিয়াল নির্বাচন কমিশনের প্রধান ফারুক সুলতান এ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্বাচনে ২৩ জন প্রার্থী নিবন্ধিত হলেও তার মধ্য থেকে ১০ জনকে অযোগ্য ঘোষণা করা হয়েছে।
আগামী ২৩ ও ২৪ মে মিশরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।
তারেক আবুল আতা নামের এক নির্বাচন কর্মকর্তা জানান, আইন অনুযায়ী ১৫টি প্রদেশ থেকে প্রয়োজনীয় সংখ্যক সমর্থকের স্বাক্ষর সংগ্রহ করতে না পারায় জেনারেল ওমরকে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে। খাইরাত আল-শাতিরের প্রার্থীতা বাতিলের বিষয়ে ওই কর্মকর্তা জানান, কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ছয় বছর পূর্ণ না হলে কোনো ব্যক্তি নির্বাচনের প্রার্থী হতে পারবেন না। এটা দেশের বিদ্যমান আইনেই রয়েছে বলে জানান আবুল আতা। খাইরাত শাতির গত মার্চ মাসে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
হাজেম আবু ইসমাইলের প্রার্থীতা বাতিল প্রসঙ্গে আবুল আতা জানান, "আবু ইসমাইলের মা অন্য দেশের নাগরিক। অথচ, মিশরের নির্বাচনী আইনে বলা হয়েছে- প্রার্থী, তাদের মা-বাবা ও স্ত্রীকে অবশ্যই শুধুমাত্র মিশরের নাগরিক হতে হবে।"
মিশরের নির্বাচনী আইন অনুযায়ী, যেসব প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হয়েছে তারা ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আপিল করতে পারবেন। তবে, এসব প্রার্থীকে অযোগ্য ঘোষণা করায় দেশটিতে নতুন করে রাজনৈতিক সঙ্কট তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।
No comments:
Post a Comment