Monday, April 9, 2012

জারদারির ভারত সফর দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে : গিলানি



৯ এপ্রিল :পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ভারত সফরের ফলে প্রতিবেশি দু'দেশের সম্পর্কের উন্নতি ঘটবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি আশা প্রকাশ করেছেন। এ ছাড়া, তিনি বলেছেন, কাশ্মিরসহ বিতর্কিত বিষয়গুলোতে দ্বিপাক্ষিক আলোচনা এগিয়ে নেয়ার জন্য একটি নতুন
প্রতিনিধিদল' গঠন করা হবে।
গিলানি রোববার শেষ বেলায় লাহোরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেছেন, জারদারির ভারত সফর ব্যক্তিগত হলেও যখন একটি দেশের রাষ্ট্রপ্রধান অন্য একটি দেশ সফরে যান তখন তা স্বয়ংক্রিয়ভাবেই রাষ্ট্রীয় সফরে পরিণত হয়। তিনি বলেন, এ সফরের মাধ্যমে ভারত ও পাকিস্তানের সম্পর্ক সামনের দিকে এগিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছেন, "প্রেসিডেন্ট জারদারির আমন্ত্রণ রক্ষা করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং যদি পাকিস্তান সফরে আসেন, তাহলে দু'দেশের সম্পর্ক আরো শক্তিশালী হবে এবং দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা ফিরে আসবে।" প্রেসিডেন্ট জারদারির গতকালের ভারত সফরের সময় দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কেরও অগ্রগতি হয়েছে বলে তিনি জানান।
পাকিস্তানের প্রেসিডেন্ট গতকাল (রোববার) একদিনের ব্যক্তিগত সফরে ভারতে গেলেও নয়াদিল্লির পক্ষ থেকে তাকে রাষ্ট্রীয় অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে প্রেসিডেন্ট জারদারি প্রায় ৪০ মিনিট বৈঠক করেন। এ ছাড়া, প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানের প্রেসিডেন্টের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। এ সময় ড. মনমোহন সিংকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান আসিফ আলী জারদারি। আমন্ত্রণে সম্মতি দিয়ে ড. সিং বলেছেন, পাকিস্তান সফর করতে পারলে তিনি খুশি হবেন। তবে, তিনি কবে নাগাদ পাকিস্তান সফরে যাবেন তা এখনো ঠিক হয়নি। সুবিধাজনক সময়ে মনমোহন সিং ইসলামাবাদ সফর করবেন বলে ভারতের গণমাধ্যমগুলো জানিয়েছে। সফরকালে প্রেসিডেন্ট জারদারি আজমির শরীফ জিয়ারতে গিয়ে খাজা মঈনউদ্দিন চিশতি'র দরগাহ শরীফের সংস্কার কাজের জন্য ১০ লাখ ডলার অনুদান দেয়ার কথা ঘোষণা করেন। পাকিস্তানের ক্ষমতাসীন দল পিপলস পার্টির সভাপতি ও জারদারিপুত্র বিলওয়াল ভুট্টোসহ জারদারির সফরসঙ্গীরা এ সময় তার সঙ্গে ছিলেন।
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রেজা গিলানি লাহোরে সাংবাদিকদের আরো বলেছেন, দু'দেশের শীর্ষ নেতাদের উচিত দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য কাজ করা। তিনি বলেন, "ড. মনমোহন সিং এবং আমি এ অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বদ্ধ পরিকর। দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে যা যা করা দরকার আমরা তা করবো।"

No comments:

Post a Comment