সুদান ও দক্ষিণ সুদান সীমান্তে আজ (বুধবার) দ্বিতীয় দিনের
মতো সংঘর্ষ চলছে। গতকাল দক্ষিণ সুদানের সেনারা সীমান্তবর্তী বিতর্কিত তেলক্ষেত্র 'হেগলিগ' দখল
করে নিলে সংঘর্ষ শুরু হয়। আজ সুদানের জঙ্গীবিমান ওই তেলক্ষেত্রে দক্ষিণ সুদানের
সেনা অবস্থানের ওপর হামলা চালালেও জুবা'র সেনারা তাদের
অব্স্থানে
অটল রয়েছে। সুদানের অ্যান্টোনভ জঙ্গীবিমানগুলো দক্ষিণ সুদানের ৫০
কিলোমিটার অভ্যন্তরেও বোমাবর্ষণ করেছে বলে জুবা অভিযোগ করেছে। তবে এতে জানমালের
ক্ষয়ক্ষতি সম্পর্কে কোন খবর পাওয়া যায়নি। এদিকে সুদানের পার্লামেন্ট দক্ষিণ সুদানের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি মোহাম্মাদ ওসমান এ সংঘর্ষের জন্য দক্ষিণ সুদানকে দায়ী করে বলেছেন, সদ্য স্বাধীন হওয়া দেশটি হেগলিগ তেলক্ষেত্র দখলের জন্য সুদানের ৭০ কিলোমিটার অভ্যন্তরে সেনা পাঠিয়েছে। তিনি অবিলম্বে সেনা প্রত্যাহারে দক্ষিণ সুদানকে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহবান জানিয়েছেন।
গত বছরের জুলাই মাসে পাশ্চাত্যের সহযোগিতায় খ্রীষ্টান অধ্যুষিত দক্ষিণ সুদান স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এই ভাগাভাগিতে অবিভক্ত সুদানের শতকরা ৭৫ ভাগ তেলক্ষেত্র দক্ষিণ সুদান নিয়ে নেয়। তারপরও সুদানের মূল ভূখণ্ডের অন্তর্গত হেগলিগ তেলক্ষেত্রের মালিকানাও দাবি করছে দক্ষিণ সুদান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে এরইমধ্যে তিনবার সংঘর্ষ হয়েছে।
এ বিষয়ে একটি মীমাংসার জন্য ইথিওপিয়ার মধ্যস্থতায় দেশটির রাজধানী আদ্দিস আবাবায় দু'দেশের মধ্যে আলোচনা চলছিল। দক্ষিণ সুদানের সেনারা হেগলিগ আক্রমণ করার পর খার্তুম ইথিওপিয়া থেকে তার প্রতিনিধিদলকে ডেকে পাঠিয়েছে।
No comments:
Post a Comment