মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক
হোসনি মুবারকের ঘনিষ্ঠ ব্যক্তিদের মনোনয়নপত্র দাখিলের বিরুদ্ধে আজ লাখ লাখ মানুষ
বিক্ষোভ দেখিয়েছেন। ইসলামপন্থী দল মুসলিম ব্রাদারহুড ও সালাফিপন্থী দল আন্ নুর আজ
জুমার নামাজের পর 'মিলিয়ন
ম্যান মার্চ'-এর ডাক দিয়েছিল। দল দু'টির পক্ষ
থেকে মিশর বিপ্লবের চেতনা দুর্বলকারী যে কোন ততপরতা প্রতিহত
করার জন্য সামরিক পরিষদের প্রতি আহবান জানানো হয়। আজ দুপুরের আগে থেকেই হাজার হাজার মানুষের ছোট ছোট দল কায়রোর তাহরির স্কয়ারে সমবেত হতে শুরু করে এবং জুমার নামাজের সময় স্কয়ারটি লাখ লাখ লোকের বিশাল জনসমূদ্রে পরিণত হয়। জুমার নামাজের পরও বিক্ষোভকারীরা তাদের অবস্থান বজায় রেখে বিক্ষোভ চালিয়ে যান। তারা সাবেক ভাইস প্রেসিডেন্ট ওমর সুলাইমানের মনোনয়নপত্র বাতিল করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
এর আগে গতকাল মিশরের পার্লামেন্ট সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের ঘনিষ্ঠ ব্যক্তিদের প্রেসিডেন্ট নির্বাচনের অযোগ্য ঘোষণা করে বিল পাস করে। ২০১১ সালের ১১ই ফেব্রুয়ারি গণ-অভ্যূত্থানে মুবারক সরকারের পতনের সময় সুলাইমান মিশরের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এর আগে তিনি ১৮ বছর মিশরের কুখ্যাত গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মুবারকের শাসনামলে এ সংস্থার হাতে দেশটির বহু ইসলামপন্থী নেতা-কর্মী নির্যাতিত ও নিহত হয়েছেন।
গত সপ্তাহে সুলাইমান আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের পর মুসলিম ব্রাদারহুডের প্রার্থী খাইরাত আল-শাতির বলেছিলেন, তার মনোনয়ন মিশরকে দ্বিতীয় বিপ্লবের দিকে নিয়ে যেতে পারে। তিনি আরো বলেছিলেন, বিপ্লবের চেতনা ধ্বংস করার লক্ষ্যে সুলাইমান মনোনয়নপত্র দাখিল করেছেন এবং এর পেছনে ক্ষমতাসীন সামরিক পরিষদের হাত রয়েছে।
No comments:
Post a Comment