Friday, April 13, 2012

মমতাবিরোধী কার্টুন প্রচারের অভিযোগে অধ্যাপক গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননা করে ইন্টারনেটে কার্টুন ছড়িয়ে দেওয়ার অভিযোগে আজ শুক্রবার পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে গ্রেপ্তার করেছে। টাইমস অব ইন্ডিয়া অনলাইন এ খবর প্রকাশ
করেছে।
খবরে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে অবমাননা করে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্নজনের কাছে কার্টুন পাঠানোর অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে। এ ছাড়া মমতার নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের নীতিকে বিদ্রূপ করার অভিযোগও উঠেছে ওই অধ্যাপকের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ রাজ্যের পুলিশ অম্বিকেশ মহাপাত্রের বিরুদ্ধে সাইবার অপরাধের অভিযোগ এনেছে। আজ তাঁকে আলীপুর আদালতে হাজির করা হতে পারে।


No comments:

Post a Comment